E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাগঞ্জ মাজার জিয়ারতের মধ্যে দিয়ে শাহজাহান মিয়ার প্রচারণা শুরু

২০১৮ ডিসেম্বর ১০ ১৫:৫৬:৩৮
মির্জাগঞ্জ মাজার জিয়ারতের মধ্যে দিয়ে শাহজাহান মিয়ার প্রচারণা শুরু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : দক্ষিণাঞ্চালের সুফি সাধক পটুয়াখালীর মির্জাগঞ্জের ইয়ার উদ্দিন খলিফার(রঃ) মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের প্রার্থী পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

সোমবার সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ প্রচারণা কার্যক্রম শুরু করেন তিনি। সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত আওয়ামীলীগ নেতাকর্মীরা পায়রাগঞ্জ মনোহরখালী ফেরীঘাটে নৌকার প্রার্থী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়াকে স্বাগত জানান।

পরে শোভাযাত্রা সহকারে তাকে মির্জাগঞ্জ মাজারে নিয়ে আসেন। মাজার জিয়ারত শেষে মাজার অফিস কক্ষে নেতাকর্মীদের সাথে আলাপ-চারিতা করেন। পরে উপজেলা সদরস্থ সুবিদখালী বাজারের ভোটারদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন এবং বিকালে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মুঘল আমলের শাহী মসজিদ মাঠে এক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক দুমকি উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট হারুন-অর-রশিদ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহম্মেদ, যুগ্ন-আহবায়ক মোঃ মোঃ ইউনুচ আলী সরদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দীকিসহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(ইউজি/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test