E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরের ৫টি আসনে ৩২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ

২০১৮ ডিসেম্বর ১০ ১৬:০০:২৩
জামালপুরের ৫টি আসনে ৩২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ

জামালপুর প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে ৫টি আসনে চূড়ান্ত ৩২ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আহমেদ কবীর প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় প্রার্থীরা এবং অনুপস্থিত  প্রার্থীর পক্ষের একজন করে সমর্থক  এই প্রতীক গ্রহন করেন।

জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকসীগঞ্জ) আসনে আওয়ামীলীগের প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা, বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ, জাতীয় পার্টি (এরশাদ) এমএ ছাত্তার লাঙল, বাংলাদেশ জাতীয় পার্টির মো: জাহাঙ্গীর আলম কাঠাল, ন্যাপের মো: সুরুজ্জামান কুঁড়েঘর ও গনফোরামের প্রার্থী মো: সিরাজুল হক উদীয়মান সূর্য প্রতীক পেয়েছেন।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামীলীগের ফরিদুল হক খান দুলাল নৌকা,বিএনপির সুলতান মাহমুদ বাবু ধানের শীষ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মঞ্জুরুল আহসান খান কাস্তে, জাতীয়পার্টি(এরশাদ) মস্তোফা আল মাহমুদ লাঙল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো: মিনহাজ উদ্দিনকে হাতপাখা প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

জামালপুর-৩(মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে আওয়ামীলীগের মির্জা আজম নৌকা,বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানেরশীষ,বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শিবলুল বারী রাজু কাস্তে, জাতীয়পার্টি(এরশাদ) মো: মঞ্জুর আহাদ হেলাল লাঙল,ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: বুরহান উদ্দিন হাতপাখা, জাকের পার্টির মো: আ: হাকিম শান্তি গোলাপ ফুল প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামীলীগের ডাঃ মুরাদ হাসান নৌকা,বিএনপির ফরিদুল কবীর তালুকদার শামীম ধানেরশীষ, জাতীয়পার্টি(এরশাদ) মোখলেছুর রহমান বস্তু লাঙল, বিএনএফ’র মোস্তফা বাবুল টেলিভিশন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আকবর হাতপাখা প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামীলীগের ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন নৌকা, বিএনপির অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন ধানের শীষ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আলী আক্কাস কাস্তে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুছ আহম্মদ হাতপাখা, জাতীয়পার্টি(জেপি) বাবর আলী খান বাইসাইকেল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো: বেলাল উদ্দিন বটগাছ,বাংলাদেশ মুসলিম লীগের আল আমিন জু রহমান হারিকেন, বিএনএফের মো: আব্দুল করিম সরকার টেলিভিশন ও জাকের পার্টির মো: নজরুল ইসলাম আকন্দ গোলাপফুল প্রতীক বরাদ্ধ পেয়েছেন। প্রতীক বরাদ্ধের পর প্রার্থীরা নিজ নিজ আসনের নির্বাচনী এলাকায় ভোট প্রার্থনা ও প্রচার-প্রচারনা শুরু করেছেন।

(আরআর/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test