E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাজার জিয়ারতে বাধা

জামালপুরে আ.লীগ-বিএনপির সংর্ঘষ, আহত ১৫

২০১৮ ডিসেম্বর ১০ ১৬:২৪:০২
জামালপুরে আ.লীগ-বিএনপির সংর্ঘষ, আহত ১৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ঐক্যফন্টের প্রার্থী বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতিক বরাদ্ধ পেয়ে হযরত শাহ কামাল(রহঃ) এর মাজার জিয়ারত করতে গেলে আওয়ামীলীগের কর্মীরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংর্ঘষের ঘটনা ঘটেছে। সংর্ঘষে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২টায় মেলান্দহ উপজেলার দুরমুঠ বাজার এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই নিয়ে দুরমুঠ বাজার এলাকায় আওয়ামীলীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সংর্ঘষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। বিএনপির কর্মীরা দাবী করেন, তারা বহর নিয়ে মাজারে প্রবেশের সময় পিছন থেকে আওয়ামীগের কর্মীরা হামলা চালায়।

দুরমুঠ ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জানান, বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বহর নিয়ে দুরমুঠ এলাকায় প্রবেশ করে। বিনা উস্কানীতে বিএনপির প্রার্থীর বহর থেকে আওয়ামীলীগের নেতাকর্মীর উপর হামলা চালায় বলে তিনি দাবী করেন।

এদিকে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন,আমার প্রার্থীতা চুড়ান্ত হবার পর প্রতীক পেয়ে হযরত শাহ্কামাল (রহ) মাজার শরীফ জিয়ারত করে প্রচারনার সিদ্ধান্ত নেয়। মাজারে প্রবেশের পথে পিছন থেকে আ’লীগের ক্যাডাররা হামলা চালিয়ে কমপক্ষে ১০জন আমার কর্মী সমর্থককে আহত করেছে। পরে স্থানীয়দের সহায়তায় মাজার জিয়ারত শেষ করে চলে আসি। এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করেছি আমি।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক মর্জিনা খাতুন বলেন, আওয়ামীলীগ-বিএনপির সংর্ঘষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(আরআর/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test