E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরায় ২১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

২০১৮ ডিসেম্বর ১০ ১৮:২৯:৩৪
উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরায় ২১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরার চারটি আসনের ২১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ করেন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, সাতক্ষীরা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এফএম আছাদুল হককে হাত পাখা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহকে নৌকা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আজিজুর রহমানকে কাস্তে, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আব্দুর রশিদকে আম, বিএনপি মো. হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষ ও জাতীয় পার্টির সৈয়দ দিদার বখতকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নিত্যানন্দ সরকারকে মই, বাংলাদেশ আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবিকে নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী রবিউল ইসলামকে হাত পাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মুহাম্মদ আব্দুল খালেককে ধানের শীষ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জুলফিকার রহমান আম ও জাতীয় পার্টির শেখ মাতলুব হোসেন লিয়নকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের ডা. আ ফ ম রুহুল হককে নৌকা, বিএনপির মো. শহিদুল আলমকে ধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক আলী সরদারকে হাত পাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনে বিকল্পধারা বাংলাদেশের এইচএম গোলাম রেজাকে কুলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জিএম নজরুল ইসলামকে ধানের শীষ, বাংলাদেশ আওয়ামী লীগের এসএম জগলুল হায়দারকে নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিমকে হাত পাখা, জাতীয় পার্টি মো. আব্দুস সাত্তার মোড়লকে লাঙ্গল ও প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির মো. রবিউল ইসলাম জোয়াদ্দারকে বাঘ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test