E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈলে মাদ্রাসা ভাংচুরের অভিযোগে এসিল্যান্ডের বিরুদ্ধে বিক্ষোভ

২০১৮ ডিসেম্বর ১০ ১৮:৩৭:৩৯
রাণীশংকৈলে মাদ্রাসা ভাংচুরের অভিযোগে এসিল্যান্ডের বিরুদ্ধে বিক্ষোভ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারি খাস পুকুর পাড়ে দারুল উলুম কাওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং নামে গড়ে উঠা মাদ্রাসার কিছু অংশ ভাংচুরের অভিযোগ এনে উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহার বিরুদ্বে অভিযোগ এনে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল করেছে লিল্লাহ বোডিংয়ের শিক্ষার্থী শিক্ষক সহ শাসকদলের পদধারী কয়েকজন নেতাকর্মি।

তবে উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা এ অভিযোগ অস্বীকার করে বলেন, মুলত পুকুরটি কম মুল্যে ডাক নিতে না পারায় একটি পক্ষ র্দীঘদিন ধরে সরকারী কাজে বাধা প্রদান করে আসছে। তারাই কোন ধরনের ইস্যু না পেয়ে ধর্মীয় একটি বিষয়কে ইস্যু করেছেন। যা নিন্দনীয়।
পুকুরটি ৮নং নন্দুয়ার ইউনিয়নের আওতায় পশ্চিমকালুগাঁও এলাকায় অবস্থিত জোসাহার পুকুর।

এসময় বিক্ষোভকারিদের পক্ষে স্লোগান ধরেন উপজেলা যুবলীগের সম্পাদক রমজান আলী ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নওরোজ কাউসার কানন তারা সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা’র বদলী ও শাস্তির দাবি জানিয়ে বক্তৃতাও করেন। পরে তারা উপজেলা পরিষদ চত্বরে মিছিল নিয়ে গেলে উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী আফরিদা বিক্ষোভ কারিদের শান্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হক মহিলা ভাইসচেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল।

এদিকে সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা’র বিরুদ্ধে ঐ দিনেই আইনশৃংখলা কমিটির সভায় উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের আগেই বদলীর দাবী জানান। উপজেলা চেয়ারম্যান আইনুল হক ও থানা অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান অনিয়ম গুলির ব্যাপারে তদন্ত কমিটি গঠনের দাবী করেন।

উপজেলা ভুমি অফিস সুত্রে জানা যায়, জলমহাল ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে ৮নং নন্দুয়ার ইউপি আওতায় পশ্চিম কালুগাও এলাকায় প্রায় ৪.৪১ একর জোসাহার পুকুরটি ৭ লক্ষ ৪০ হাজার ৫৪০ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পায় মধ্যে বনগাঁও মৎস্যজীবি সমিতি তার নিকটবতী দরদাতা ছিলেন জোসাহার পুকুরের আশপাশের বাসিন্দারা মিলে গঠন করা পশ্চিমকালুগাও মৎস্যজীবি সমিতি। তারা দর দিয়েছিলেন প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা। তাদের দর কম হওয়ায় পুকুরটি সর্বোচ্চ দরদাতা হিসেবে পায় মধ্যে বনগাঁও মৎসীজীবি সমিতি। সেদিন থেকেই বিভিন্নভাবে ইজারা পাওয়া সমিতিকে বাধা প্রদান করে আসছে পশ্চিমকালুগাও মৎস্যজীবি সমিতির সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা বলেন, ঘটনার দিন গত শনিবার আমি সেখানে পুকুর ইজারা পাওয়া সমিতিকে পুকুরে নামতে বাধা দেওয়ার আশংকা থেকে তাদের অনুরোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়। পরে দেখতে পায় মাদ্রাসা থেকে অনেকটা দুরে পাহাড়ের উপর অবৈধ ভাবে ঘর করার জন্য খুটি স্থাপনা করা রয়েছে। এই খুটিগুলো কারা স্থাপন করেছে জানতে চেয়েও না পেয়ে পরে প্রায় ঘন্টাখানিক পরে উপস্থিত হন মাদ্রাসার মুহতামিম তিনি দাবী করেন ঘরটি তাদের।

পরে অবৈধভাবে এবং অনুমতি না নিয়ে নতুন করে ঘর করতে বাধা দিয়ে খুটিগুলো সরিয়ে দেওয়া হয়েছে মাত্র। এছাড়া মুল মাদ্রাসার একটি বালু কণাও ছুয়ে দেখা হয়নি বলে তিনি দাবী করেন। এটি জোর করে সরকারী পুকুর দখলকারীরা একটি ইস্যু করেছে আমাকে হয়রানীর করার জন্য মাত্র। তবে ধর্মীয় একটি প্রতিষ্ঠান নিয়ে নিজেদের স্বার্থ হাসিলে এমন কর্মকান্ডের তীব্র নিন্দা জানান উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা।

এব্যাপারে সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা বলেন জসাহার পুকুর নিয়ে আদালতে মামলা চলছে এজন্য সে পক্ষটা পুকুরটি দখলে নেওয়ার চেষ্ঠা চালাচ্ছে এবং পাড়ে একটি ঘর তুলছিল সে ঘরের কয়েকটি খুটি সরিয়ে মাদ্রাসায় রাখা হয়েছে। তবে মাদ্রাসার নির্মিত কোন ঘর ভাঙ্গানো হয়নি এবং মাদ্রাসা সুপারের সাথে আমার সু- সম্পর্ক রয়েছে।

(কেএএস/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test