E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল’

২০১৮ ডিসেম্বর ১১ ১৬:১২:২০
‘জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল’

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল পাকিস্তানের এজেন্ট হিসেবে। কারণ স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমানের প্রত্যেকটি ভুমিকা প্রমান করে যে সে কখনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিল না। জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী, রাজাকার, আলবদরদের জেলখানা থেকে মুক্ত করেছিলেন। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল জামায়াত ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান একরাতে মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ধ্বংস করে দিয়েছিলেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, জিয়াউর রহমানের ধারাবাহিকতা বজায় রেখেছেন বিএনপি ও বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আরেক ধাপ এগিয়ে গিয়ে স্বাধীনতাবিরোধীদের পূর্ণবাসন করেছেন। সুতরাং বিএনপি নামক রাজনৈতিক দলটি এখন আর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দাবি করতে পারে না।

তিনি বলেন, জিয়াউর রহমান যেমন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে পূর্ণবাসন করেছিলেন একইভাবে বেগম খালেদা জিয়া রাজাকারদের পূর্ণবাসন করেছেন।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(কেকে/এসপি/ডিসেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test