E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাট-৪

বিভেধ ভুলে ডা. মোজ্জাম্মেলের পক্ষে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা

২০১৮ ডিসেম্বর ১১ ১৭:২৮:২৫
বিভেধ ভুলে ডা. মোজ্জাম্মেলের পক্ষে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা

শেখ আহসানুল করিম, বাগেরহাট : বাগেরাহাট- ৪  মোরেলগঞ্জ ও শরণখোলা) সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল বিভেদ ভুলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও দলীয় প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন এমপি’র পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সকল নেতাসহ তাদের কর্মী-সর্মথকরা। শরণখোলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সকল বিভেদ ভূলে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে এক মঞ্চে ওঠেন নেতারা।

আওয়ামী লীগের খুলনা বিভাগের নির্বাচন পরিচালনা কমিটির সম্মনয়ক ও বাগেরহাট-১ আসনের প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপি বাগেরাহাট- ৪ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত নেতাদের নিয়ে বাগেরহাট শহরে প্রথমে সভা করে সবাইকে মিলিয়ে দেন। এরপর সোমবার সন্ধ্যায় শরণখোলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকুর উপস্থিতিতে শরণখোলায় সকল বিভেদ ভূলে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে এক মঞ্চে ওঠেন মনোনয়ন বঞ্চিত নেতারা।

এসময়ে দলীয় মনোনয়ন বঞ্চিত ৪ নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, আমিরুল আলম মিলন, আব্দুর রহিম খান, মিজানুর রমান জনি দলীয় সভানেত্রীর শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে যেকোনো মূল্যে নৌকার বিজয় নিশ্চিত করার অঙ্গীকার করেন।

শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টার ভবনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুলের পরিচালনায় যৌথ সভায় দলের মধ্যে দীর্ঘ দিনের কোন্দল ও বিভেদ ভুলে মনোনয়ন বঞ্চিত এসব নেতারা তাদের সকল নেতাকর্মী ও সর্মথকদের নৌকার পক্ষ্যে কাজ করার আহবান জানান।

(এসএকে/এসপি/ডিসেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test