E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে ঐক্যফ্রন্ট প্রার্থীর অফিস ভাংচুরের অভিযোগ, কর্মীসভা পন্ড

২০১৮ ডিসেম্বর ১১ ১৮:২০:২৯
নড়াইলে ঐক্যফ্রন্ট প্রার্থীর অফিস ভাংচুরের অভিযোগ, কর্মীসভা পন্ড

নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ডঃ ফরিদুজ্জামান ফরহাদের লোহাগড়া কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় ভাংচুর ও কর্মীসভা পন্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে লোহাগড়া বাজারের শীতলা মার্কেটের ২য় তলায় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ডঃ ফরিদুজ্জামান ফরহাদের (ধানের শীষ) প্রতীকের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় ভাংচুর ও উক্ত সময়ে তার পূর্ব নির্ধারিত কর্মীসভা পন্ড হয়েছে বলে তিনি তার বাড়িতে এক সংবাদ সম্মেলনে জানান।

ফরিদুজ্জামামান আরো জানান- ‘উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাশেদুলের নেতৃত্বে ২০/২৫ জন যুবক লাঠি-সোটা নিয়ে অতর্কিতে আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়’। এসময় তারা সন্ত্রাসী কায়দায় অফিসের চেয়ার., টেবিল,ফ্যান ও টেলিভিশন ভাংচুর করে এবং অফিসে টানানো ব্যানার ছিড়ে ফেলে। তিনি এ বিষয়টি জেলা রিটার্নিং অফিসার , পুলিশ সুপার এবং লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মৌখিকভাবে জানিয়েছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জি এম নজরুল ইসলাম, আকরামুজ্জামান মিলু , জাহিদুল ইসলাম রিকাত, বিএনপি নেতা টিপু সুলতান , কাজি সুলতানুজ্জামান সেলিম , মনির হোসেন ,যুবদল নেতা মাহমুদ প্রমুখ।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর বিশ্বাস জানান , পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কেউ লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(আরএম/এসপি/ডিসেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test