E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলা বন্দরে জাহাজে ওয়াচম্যান না নেয়ায় অসন্তোষ

২০১৮ ডিসেম্বর ১১ ১৮:২১:৪৩
মোংলা বন্দরে জাহাজে ওয়াচম্যান না নেয়ায় অসন্তোষ

বাগেরহাট প্রতিনিধি : মোংলা বন্দরে আগত দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজে ওয়াচম্যান (নিরাপত্তা প্রহরী) না নেয়ায় বন্দরে কর্মরত ওয়াচম্যানদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বন্দরে আসা পণ্যবাহী জাহাজে চুরি-ডাকাতি ঠেকাতে ওইসব জাহাজে ওয়াচম্যান বুকিংয়ের (নিয়োগ) সুনির্দিষ্ট বিধি-বিধান থাকলেও তা মানছেন না ‘সামুন্দা শিপিং এজেন্ট’। এ কারণে বন্দরের ষ্টিভিডরিং ওয়াচম্যানদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মোংলা বন্দর ষ্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক বাবুল ফকির জানান, মোংলা বন্দর উপদেষ্টা কমিটির ১৪তম সভায় জাহাজে ওয়াচম্যান নিয়োগের সিদ্ধান্ত থাকলেও ‘সামুন্দা শিপিং এজেন্ট’ খামখেয়ালিপনা করে জাহাজে ওয়াচম্যান নিচ্ছেন না। ওয়াচম্যান সংঘের নেতারা আরো বলেন, মোংলা বন্দরে আসা দেশি-বিদেশী জাহাজে চুরি-ডাকাতি ঠেকাতেই জাহাজে ওয়াচম্যান নিয়োগের সিন্ধান্ত অনেক পুরানো। কিন্তু কোনভাবেই এই সিদ্ধান্ত মানছে না সামুন্দা শিপিং।

বন্দরের হারবার বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকালে এসলি অব ম্যান পতাকাবাহী “গ্লোরি ওয়াচ” নামে একটি জাহাজ সার নিয়ে বন্দরে ভিড়ে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সামুন্দা শিপিং। এই জাহাজেও কোন ওয়াচম্যান নিয়োগ দেয়নি ওই শিপিং প্রতিষ্ঠানটি। সামুন্দা শিপিং এজেন্টের খুলনার ম্যানেজার লিয়াকত আলী বলেন, জাহাজে ওয়াচম্যান নিয়োগের কোন নিয়ম নেই, তাই তারা ওয়াচম্যান নিয়োগ দিচ্ছেন না।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার দুরুল হুদা বলেন, সামুন্দা শিপিং এজেন্টের ম্যানেজার লিয়াকত আলীর এ বক্তব্য সঠিক নয়, বন্দরে যেসব দেশি-বিদেশী জাহাজ আসবে সেসব জাহাজ এ বন্দর ছেড়ে না যাওয়া পর্যন্ত ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক। যেসব শিপিং এজেন্ট এ নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধে বন্দরের স্বার্থে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

(এসএকে/এসপি/ডিসেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test