E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুর-৩ 

আ.লীগ প্রার্থী নির্বাচনী প্রচারণা শুরু করলেও মাঠে নামেনি বিএনপি প্রার্থী 

২০১৮ ডিসেম্বর ১১ ১৮:২৭:৫৯
আ.লীগ প্রার্থী নির্বাচনী প্রচারণা শুরু করলেও মাঠে নামেনি বিএনপি প্রার্থী 

শ্হ্ আলম শাহী, দিনাজপুর : একাদশ জাতীয় সংসদ নির্বানে প্রতিক বরাদ্দের পর দিনাজপুর-০৩ সদর আসনে আওয়ামীলীগের প্রার্থী নির্বাচনী প্রচারনা শুরু করলেও বিএনপির প্রার্থী আজ মঙ্গলবার পর্যন্ত মাঠে নামেনি। নৌকার পক্ষে শহর পোষ্টার-ব্যানারে ছেয়ে গেলেও অন্য কোন প্রার্থীর পোষ্টারও নেই। 

দিনাজপুর-৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রতিক বরাদ্দের পর থেকেই প্রচারনায় নেমে গেছেন। তিনি ভোটারদের কাছে চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন।

নির্বাচনী প্ররনার মধ্যেই মঙ্গলবার সকালে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন আওয়ামীলীগে যোগদান করে নৌকার পক্ষে মাঠে নেমেছে। এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী সহ নেতা কর্মীবৃন্দ।

এই আসনে বিএনপির প্রার্থী পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে মঙ্গলবার পর্যন্ত নির্বাচনী প্রচারে নামতে দেখা যায়নি। তার পক্ষে শহরে কোন পোষ্টার-ব্যানারও দেখা যায়নি। বলা যায় এখন পর্যন্ত নৌকার প্রার্থী একতরফা প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

এখানে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী ছাড়াও অন্যরা হলেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মোঃ বদিউজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাইরুজ্জামান, বিকল্প ধারার আশরাফুল ইসলাম, বাংলাদেশের মুসলিম লীগের সৈয়দ মাহমুদ উল করিম।

উল্লেখ্য, এই আসনে ভোটার রয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৫৩২। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৬৬০ এবং নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৮৭২ জন।

(এসএএস/এসপি/ডিসেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test