E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসীমের পক্ষে আটপাড়ায় নৌকার গণজোয়ার সৃষ্টি করেছেন অপু উকিল

২০১৮ ডিসেম্বর ১১ ১৮:৫৩:০৩
অসীমের পক্ষে আটপাড়ায় নৌকার গণজোয়ার সৃষ্টি করেছেন অপু উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিল নৌকার বিজয় নিশ্চিত করতে কোমড় বেঁধে মাঠে নেমেছেন। নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকার নৌকার মাঝি তার স্বামী বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। 

প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার পর আটপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবীর মুখে অধ্যাপক অপু উকিল আটপাড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন।দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন পরিচালনা সহ প্রতিটি গ্রামে গ্রামে সকাল থেকে রাত পর্যন্ত নৌকার ভোট চাইছেন।

এসময় অধ্যাপক অপু উকিল ভোটারদের বলছেন, আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের জন্য নৌকায় ভোট দিন। ক্ষুধা দারিদ্রমুক্ত একটি উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়েছেন।

ভোটারদের উদ্দেশ্যে বাড়ি বাড়ি গিয়ে তিনি বলছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারী উন্নয়নে ব্যপক কর্মসূচি গ্রহণ করেছে। দেয়া হচ্ছে বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা প্রতিবন্ধী ভাতা ও তৃতীয় লিঙ্গের মানুষের ভাতা। স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের দেয়া হচ্ছে উপবৃত্তি, বছরের প্রথম দিন দেয়া হচ্ছে নতুন বই। ভিজিএফ ভিজিবি কার্ড দিয়ে দুস্থ মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন শেখ হাসিনা। আপনারা শান্তিতে ও নিরাপদে সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত সুন্দর সমাজে বসবাস করার জন্য নৌকা মার্কায় ভোট দিন। তিনি বাড়ি বাড়ি গিয়ে তার স্বামী আওয়ামীলীগ নেতা অসীম কুমার উকিলের সততার কথা ত্যাগের কথা তুলে ধরছেন।

আটপাড়া উপজেলা আওয়ামলীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু, জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল কাইয়ুম রোকন ও উপজেলা যুব মহিলালীগের সভাপতি তানিয়ান নাজনিন চৌধুরী রেখা বলেন, অধ্যাপক অপু উকিলের প্রচারনায় আটপাড়া আওয়ামীলীগের ভোটাররা খুবই উজ্জিবিত। তার প্রচারণার ফলে এ উপজেলার ৭টি ইউনিয়নেই নৌকার গণ জোয়ার সৃষ্টি হয়েছে। তাছাড়া ভোটের মাঠে নৌকার বিজয়ে আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাট্রা।

তারা বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীরা ৭টি ইউনিয়নেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তেমনি আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ৭টি ইউনিয়নেই নৌকা মার্কার প্রার্থী অসীম কুমার উকিল নিশ্চিতভাবে বিজয়ী হবেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test