E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুবলীগের মিছিলে হামলা, বিএনপির ২০ নেতা কর্মী আটক

২০১৮ ডিসেম্বর ১২ ১৪:৫৭:০৭
যুবলীগের মিছিলে হামলা, বিএনপির ২০ নেতা কর্মী আটক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের নির্বাচনী কার্যালয় থেকে যুবলীগের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকারের দলীয় কার্যাল থেকে ২০জন নেতাকর্মীকে আটক করেছে। 

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া কোটষ্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম জানান, নৌকার পক্ষে মিছিল নিয়ে তাঁর দলের নেতাকর্মীরা কোর্ট স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় বিএনপি প্রাথী জাকির হোসেন সরকারের অফিস থেকে তাদের উপর হামলা চালানো হয়। এতে যুবলীগ নেতা নুরুল ইসলাম সুরুজ, শহীদুল, হিরক, বিপ্লবসহ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার পর রাতে পুলিশ বিএনপি প্রার্থী জাকির হোসেনের কার্যালয়ে অভিযান চালিয়ে বিএনপিসহ অঙ্গ সংগঠনের ২০ কয়েক জন নেতাকর্মিকে আটক করে। তবে এমন অভিযোগ সঠিক নয় বলে দাবী করা হয়েছে বিএনপি’র পক্ষ থেকে।

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন জানান, নির্বাচনী অফিসে দুস্কৃতিকারীদের হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি চাই।

জাকিরের কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দোকানের লোকজনের সাথে কথা হলে তারা জানান, রাতে সড়কের ওপর কিছু লোকজনকে কাঠ ও লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। কয়েক মিনিট পরেই তারা চলে যায়। এর কিছুক্ষণই পরেই পুলিশ এসে কয়েকজনকে ধরে নিয়ে যায়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, যুবলীগের নৌকার মিছিলে জাকির হোসেনের লোকজন উপর থেকে ইটপাটকেল ছুড়েছে। এতে ৬-৭ জন আহত হয়েছে। বেশ কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধে এই হামলার ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হবে।

(কেকে/এসপি/ডিসেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test