E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর হাত নেড়ে অভিবাদন

কাঠালবাড়ি ঘাট থেকে ১৫ কিলোমিটার জুড়ে হাজার হাজার নেতা কর্মীদের ঢল

২০১৮ ডিসেম্বর ১২ ১৫:০৬:৫০
কাঠালবাড়ি ঘাট থেকে ১৫ কিলোমিটার জুড়ে হাজার হাজার নেতা কর্মীদের ঢল

মাদারীপুর প্রতিনিধি : সড়কপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের টুঙ্গীপাড়া সফর উপলক্ষে মাদারীপুরের শিবচরের দীর্ঘ প্রায়  ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে হাজার হাজার নেতা কর্মী সমর্থকরা করতালি ও শ্লোগানের মধ্য দিয়ে প্রিয় নেত্রীকে স্বাগত জানায়। 

এসময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন। বুধবার দুপুর ১২ টার দিক প্রধানমন্ত্রীর বহর নিয়ে ফেরি ক্যামেলিয়া কাঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে পৌছলে স্থানীয় সংসদ সদস্য আওয়ামীলীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী তাকে স্বাগত জানায়।

প্রধানমন্ত্রী বহর যখন ঘাট এলাকা অতিক্রম করে হাজার হাজার নেতা কর্মী সমর্থকরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে । ঘাট থেকে শিবচরের দত্তপাড়া পর্যন্ত ১৫ কিলোমিটারজুড়ে হাজার হাজার নেতা কর্মী তাকে করতালি ও স্লোগানের মধ্য দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানায়। প্রধানমন্ত্রীও নেতা কর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান। সড়ক পথে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারাভিযান শুরুর কথা রয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সুত্রে জানা যায়, বুধবার সকালে সড়কপথে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুট হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের টুঙ্গীপাড়া সফরের উদ্দ্যেশে রওনা করেন। প্রধানমন্ত্রীর গাড়ি বহর শিমুলিয়া ঘাট থেকে ফেরি ক্যামেলিয়ায় পদ্মা পাড়ি দেয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নৌপথ ও মহাসড়কজুড়ে মোতায়েন ছিল পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর ১২ টার দিক প্রধানমন্ত্রীর বহর নিয়ে ফেরি ক্যামেলিয়া কাঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে পৌছলে স্থানীয় সংসদ সদস্য আওয়ামীলীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী ফেরিতে তাকে স্বাগত জানায়।

এসময় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আঃ সোবাহান গোলাপ, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম তালকুদার, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী , উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ ফেরিতে উপস্থিত ছিলেন। ফেরি ঘাট থেকে উপজেলার দত্তপাড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার অংশ ছিল নেতা কর্মী সমর্থকে কানায় কানায় পূর্ন ছিল। সবাই স্বাগতম জানানো ছাড়াও নৌকা নৌকা স্লোগানে ঘাট মহাসড়ক মুখরিত করে তুলেন। প্রধানমন্ত্রীও হাসিমুখে নেতা কর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান।

আওয়ামীলীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে আমাদের এলাকার মানুষ খুবই উৎফুল্লিত। নির্বাচনী প্রচারনায় এটি আমাদের বিশেষ পাওয়া।

(এমআরএস/এসপি/ডিসেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test