E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে বিএনপির প্রার্থীর প্রচারকেন্দ্র বন্ধ ও পোস্টার ছেঁড়ার অভিযোগ আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে

২০১৮ ডিসেম্বর ১২ ১৭:৩৪:১৬
জামালপুরে বিএনপির প্রার্থীর প্রচারকেন্দ্র বন্ধ ও পোস্টার ছেঁড়ার অভিযোগ আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে

জামালপুর প্রতিনিধি : জামালপুর-৫ সদর আসনে ঐক্যজোটের প্রার্থী বিএনপির অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুনের কর্মী সমর্থকদের হুমকি, নির্বাচনী প্রচার কেন্দ্র বন্ধ, পোস্টার ছিঁড়ে ফেলছে প্রতিদন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের কর্মী সমর্থকরা। নির্বাচন আচরণ বিধি লংঘনের অভিযোগ এনে জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে বুধবার দুপুরে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন দুটি লিখিত অভিযোগ করেছেন।

রিটানিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগে উল্লেখ করেন, সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারে মঙ্গলবার রাতে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী প্রচার কেন্দ্রের সার্টারে আওয়ামীলীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের নৌকা প্রতিকের পোস্টার লাগিয়ে বিএনপির কর্মীদের হুমকি দিয়ে প্রচার কেন্দ্রটি বন্ধ করে দেয় আওয়ামীলীগের কর্মীরা। এছাড়া নৌকা প্রতিকের প্রার্থী মোজাফফর হোসেনের ভাতিজা সাইফুল ইসলাম ও দিগপাইত ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আয়নাল কেরানীর নেতৃত্বে ১৫/২০জন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা মটর সাইকেল যোগে দিগপাইত ইউনিয়নের বিভিন্নস্থানে রশি দিয়ে টানানো ধানেরশীষ প্রতিকের পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে।

এদিকে অপর অভিযোগে উল্লেখ করেন, গত দুই দিনে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া কালিবাড়ী বাজার,নারীকেলী মোড়,বিনন্দের পাড়া মোড়,টিউবয়েল পাড় মোড় ও কালীবাড়ি রেল ঘুন্টিতে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে রশিতে টানানো পোস্টার ছিঁড়ে পুড়িয়ে ফেলেছে। প্রতিপক্ষ প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন নির্বাচনী পরিবেশ বিনষ্টে তার কর্মী সমর্থকদের লেলিয়ে দিয়েছে। নির্বাচনী সুষ্ঠ পরিবেশ বাজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলা রির্টানিং অফিসার আহমেদ কবীরের প্রতি দাবী করেছেন।

এই নিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন এ প্রতিবেদককে বলেন, আওয়ামীলীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের নির্দেশে তার কর্মী সমর্থকরা মাটর শোভাযাত্রা নিয়ে বিএনপির কর্মী সমর্থকদের হুমকি, প্রচার কেন্দ্র বন্ধ ও পোস্টার ছিড়ে ফেলছে যা নির্বাচনী আচরন বিধি লংঘন। আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে বিণষ্টের অপচেষ্টা করছে। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে রির্টানিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছি।

আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের লিখিত অভিযোগ নিয়ে ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমার কর্মী সমর্থকরা উল্লেখিত ঘটনা ঘটায়নি।
জেলা রির্টানিং অফিসার আহমেদ কবীর লিখিত অভিযোগের কথা স্বীকার করে বলেন, ঘটনাগুলো তদন্ত করার জন্য নির্বাচনী তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে নির্বাচনী আচরন বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

(আরআর/এসপি/ডিসেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test