E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় পুলিশের জঙ্গিবিরোধী কর্মশালা

২০১৮ ডিসেম্বর ১২ ১৭:৪৮:৫৬
সাতক্ষীরায় পুলিশের জঙ্গিবিরোধী কর্মশালা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জঙ্গি দমনে বাংলাদেশের অনেক সফলতা রয়েছে উল্লেখ করে বাংলাদেশ পুলিশের এআইজি সহেলী ফেরদৌস বলেন জঙ্গি নির্মুলে সবার সহযোগিতা প্রয়োজন । তিনি বলেন এ জন্য পরিবারের সদস্যদের আচরন যেমন দেখতে হবে তেমনি সমাজের সবার ওপর নজরদারি করতে হবে।

কমিউনিটি পুলিশ সদস্যরা এই কাজে অনেক বেশি সহায়তা করতে পারেন জানিয়ে তিনি বলেন মানুষ যাতে জঙ্গি ও সন্ত্রাসের পথে না যায় সে জন্য কর্মকৌশল গ্রহন করতে হবে। ধর্মকে ব্যবহার করে জঙ্গিরা তাদের স্বার্থ হাসিল করতে চায় জানিয়ে তিনি আরও বলেন ইসলাম ও অন্যান্য ধর্মের বাণী যথাযথভাবে প্রচার করে সাধারণ মানুষকে জঙ্গি অপরাধ প্রবনতা থেকে সরিয়ে আনতে হবে।

বুধবার সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ শীর্ষক এক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। জেলা পুলিশ ও বেসরকারি সংস্থা ব্রাকের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিস।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাক কর্মসূচির শ্যামসুন্দর সাহা , জাতিসংঘ প্রতিনিধি আশুকা মুরাতা, রিতা রোজলিন কস্তা, শোয়াইবা রহমান, তিনজন সহকারি পুলিশ সুপার , তালা ও কালিগঞ্জের কমিউিনিটি পুলিশ সদস্যগন এবং নারী নেতৃবৃন্দ।

কর্মশালায় অংশ নিয়ে বক্তারা আরও বলেন স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষার্থী ও শিশুদের নিয়ে কর্মসূচি পালন , ক্রীড়া ও সংস্কৃতির প্রতি মানুষকে আগ্রহী করে তোলা, ধর্মীয় উপাসনালয়ে জঙ্গি বিরোধী প্রচারনা চালিয়ে এর ক্ষতিকর দিক তুলে ধরতে হবে। একই সাথে নিজ নিজ এলাকায় নতুন আগতদের সম্পর্কে তথ্য নিয়ে তা আইন শৃংখলা বাহিনীকে জানালে সুফল পাওয়া যাবে। কারও মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক আকষ্মিক পরিবর্তনের পেছনে জঙ্গিবাদ আছে কিনা তাও খতিয়ে দেখার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

(আরকে/এসপি/ডিসেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test