E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অপরাধ দমন প্রক্রিয়া চলমান থাকলে নির্বাচন শান্তিপূর্ণ থাকবে’

২০১৮ ডিসেম্বর ১২ ১৮:০৩:১৫
‘অপরাধ দমন প্রক্রিয়া চলমান থাকলে নির্বাচন শান্তিপূর্ণ থাকবে’

কুষ্টিয়া প্রতিনিধি : নীতিহীন, দলছুট, জঙ্গি সন্ত্রাস ও আগুন সন্ত্রাসীরা জোটবদ্ধ হয়েছে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ঐক্যফ্রন্টের নামে যারা বিএনপি পাশে জড় হয়েছে তারা আগুন সন্ত্রাসী, রাজাকারদের ঘাটি তৈরি করেছে।

আজ বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

ঐক্য ফ্রন্টকে উদ্দেশ্য করে ইনু বলেন, নির্বাচনকে আপনারা অপরাধীদের হালাল করার জন্য ব্যবহার করবেন না।

ইনু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, দেশের উন্নয়ন, ‘জঙ্গিবাদ দূরীকরণ ও দেশ থেকে সন্ত্রাস দূর করতে মহাজোটের সরকার আরও একবার দরকার। জঙ্গি-সন্ত্রাসী পৃষ্ঠপোষকদের দূরে রাখতে হবে। এজন্য নৌকার কোনো বিকল্প নেই। আপনারা ভুল করবেন না।’

তিনি বলেন, নির্বাচনকে যদি শঙ্কামুক্ত রাখতে হয়, শান্তিপূর্ণ রাখতে হয়। অপরাধীদের যদি দমনের প্রক্রিয়া চলমান থাকে তাহলে নির্বাচন শান্তিপূর্ণ থাকবে, শঙ্কামুক্ত থাকবে এবং নিরাপদ থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহীল কাইয়ুম, জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনসহ স্থানীয় জাসদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

(কেকে/এসপি/ডিসেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test