E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে যুবদলের আহবায়কসহ আটক ৬

২০১৮ ডিসেম্বর ১২ ১৯:১৩:৪২
নোয়াখালীতে যুবদলের আহবায়কসহ আটক ৬

নোয়াখালী প্রতিনিধি :  যুবলীগ নেতা হানিফ হত্যার ঘটনায় যুবদল নেতাসহ সহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি নিজাম উদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ৫নং চরজুবলী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মো: আলী, এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাতি মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহানের দুই ভাই নাছির উদ্দিন, মহি উদ্দিন এবং বিএনপি কর্মী নুরুজ্জামান। এদিকে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে দূবৃর্ত্তদের গুলিতে নিহত মো. হানিফের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার বিকাল ৩টায় নিহত হানিফের বাড়ির পাশের খোলা মাঠে নামাজে জানাযা শেষে পারিপারিক কবরস্থানে নিহতের মৃতদেহ দাফন করা হবে।

হানিফের নামাজে জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামীলীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের সহ পাঁচ সহস্রাধিক মুসলমান উপস্থিত ছিলেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে জেলা সদর ও সুবর্ণচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে (২৫) মঙ্গলবার বিকেলে দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের কাজী পাড়া এলাকায় বিএনপির নির্বাচনী উঠোন বৈঠক থেকে হামলা চালিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত মো. হানিফ দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের মফিজ উল্যার ছেলে এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

(এস/এসপি/ডিসেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test