E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এগিয়ে যাচ্ছে লেবুখালী সেতুর নির্মাণ কাজ

২০১৮ ডিসেম্বর ১৩ ১৮:৫০:১৩
এগিয়ে যাচ্ছে লেবুখালী সেতুর নির্মাণ কাজ

সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) : দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়নে পটুয়াখালীর পায়রা নদীর ওপর প্রায় ১৫শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কাঙ্খিত ‘লেবুখালী সেতু’।

কুয়েত সরকারের অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান চাইনিজ কোম্পানী সেতুটি নির্মাণ করছে। অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে সেতুটির নির্মাণ কাজ। সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে অবহেলিত দক্ষিনাঞ্চলের সড়ক যোগাযোগে এক নতুন দিগন্তের সূচনা হবে।

সওজ’র প্রকৌশল বিভাগ সূত্র জানায়, বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ৩৯কি.মিটারে পায়রা নদীর ওপর ‘লেবুখালী সেতু’ নির্মাণের মধ্যে দিয়ে উপকূলের ৫০লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। চার লেন বিশিষ্ট ৪.৫ কি.মিটার দৈর্ঘ্যরে গার্ডার ব্রিজটির উভয় দিকে ৭কি.মিটার জুড়ে নির্মাণ করা হবে এ্যাপ্রোজ সড়ক। ব্রিজটির প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫শ’ কোটি টাকা। ব্রিজটি নির্মিত হলে খুলে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটার সম্ভাবনার দ্বার। যোগাযোগ ব্যবস্থায় সৃষ্টি হবে অভূতপূর্ব উন্নয়ন।

লেবুখালী সেতু নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মি. চেন উই জানান, ২০১৬ সালে ২৪ জুলাই কুয়েত সরকারের অর্থায়নে ১হাজার ৪শ’ ৭০ মিটার দীর্ঘ ও ১৯.৭৬ মিঃ প্রস্থ লেবুখালী সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। দুইটি অ্যাবাটমেন্ট ও ৩১টি পিয়ারের সেতুটির প্রায় ৫০ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রেসিডেন্স ইঞ্জিনিয়ার মনজিৎ কুমার সাহা বলেন, উভয় তীরের গার্ডার নির্মাণ শেষ পর্যায়ে, চলছে মাঝ নদীতে গার্ডার পাইলের কাজ। একই সাথে স্প্যান বসানো হচ্ছে। লংজিয়ান চায়নার নির্মাণ শ্রমিকরা খাবার বিরতি ব্যতিরেকে দিনে রাতে সমান তালে অত্যন্ত দ্রুততার সাথে চালাচ্ছেন নির্মাণ কাজ। সেতুটি নির্মাণের জন্য নির্ধারিত সময় ৩৩ মাস। ২০১৯ সলের ২৩ এপ্রিল সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন। ব্রিজটি নির্মিত হলে পটুয়াখালী-বরগুণা জেলাসহ উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় সৃষ্টি হবে অভূতপূর্ব উন্নয়ন। খুলে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটার সম্ভাবনার দ্বার।

(এস/এসপি/ডিসেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test