E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুর-৪ : আ.লীগ-বিএনপি প্রার্থীর দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, পথসভা

২০১৮ ডিসেম্বর ১৩ ১৯:০৩:১৪
গাজীপুর-৪ : আ.লীগ-বিএনপি প্রার্থীর দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, পথসভা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেমন রিমি এবং বিএনপি ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছে।

আওয়ামীলীগ : আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি সকাল থেকে উপজেলার ঘাগটিয়া ও সন্মানিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথ সভা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রার্থী রিমির স্বামী মোস্তাক আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা মহিলা লীগের সভাপতি রওশন আরা সরকার, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক শিখা আক্তার প্রমূখ।

বিএনপি : বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান সকাল ১০টার দিকে বিপুল সংখ্যক নেতা-কর্মী সাথে নিয়ে উপজেলার তরগাঁও ইউনিয়নের খালের ঘাট, দেওনা কাঁচারী বাজার, মিয়ার বাজার, লতা-পাতা বাজার, উত্তর খামের চৌরাস্তা, কাজির টেক, ঋষিবাড়ি মোড়, তরগাঁও দক্ষিন পাড়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছে। শাহ্ রিয়াজুল হান্নান বিভিন্ন স্থানে বাজারের দোকানী, পথচারী ও যানবাহনের যাত্রী সাধারনের কাছে ধানের শীষ মার্কার প্রচার পত্র বিতরণ করেন। তাকে বিজয়ী করার জন্য ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, এই নির্বাচন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন, সুষ্ঠ ভোট হলে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ্। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন বেপারী, উপজেলা যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, সহ-সভাপতি মীর মাসুদ করিম, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, জেলা যুবদল নেতা সোহাগ বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ূন কবির সরকার, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন অলক প্রমূখ।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test