E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা-১ 

আ.লীগ নেতা-কর্মীর হামলায় বিএনপি নেতা হাবিবসহ আহত ৭

২০১৮ ডিসেম্বর ১৪ ১৭:৫৮:০০
আ.লীগ নেতা-কর্মীর হামলায় বিএনপি নেতা হাবিবসহ আহত ৭

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা-১ আসনের বিএনপি প্রার্থী কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনী প্রচারণা চালানোর সময় কলারোয়া বাজারে আওয়ামীলীগ নেতা-কর্মীদের হামলায় তিনিসহ ৭ জন আহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে কলারোয়া থানা থেকে মাত্র ১০০ গজ দূরে বল্ডফিল্ড সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। এর মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে সাতক্ষীরা সদর ও কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি বজলুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজু, পৌর কৃষকদলের সভাপতি বিএম সিরাজ, বিএনপি কর্মী রুহুল আমিন রুবেল ও উপজেলা যুবদল সহ-সভাপতি মোজাম্মেল হোসেন।

এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক নওয়াপাড়ার কলারোয়া প্রতিনিধি তাজ উদ্দীরন রিপনকে পিটিয়ে জখম করে দূর্বৃত্তরা।

বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে কলারোয়া বাজারের বল্ডফিল্ড সংলগ্ন এলাকায় গণসংযোগকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের নেতৃত্বে আওয়ামীলীগ ও যুবলীগ নেতা কর্মীররা এ হামলা চালায়।

তবে, ফিরোজ আহমেদ স্বপন এ হামলার ঘটনা অস্বীকার করে বলেন, বিএনপির আভ্যন্তরীন দ্বন্দে এ ঘটনা ঘটেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ ঘটনার সত্যত্যা স্বীকার করে জানান, এ ঘটনায় শুক্রবার বিকেল চারটা পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।#

(আরকে/এসপি/ডিসেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test