E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে দিনব্যাপী নির্বাচন কমিশনারের প্রশিক্ষণ কর্মশালা 

২০১৮ ডিসেম্বর ১৪ ১৮:৫২:৫৪
হালুয়াঘাটে দিনব্যাপী নির্বাচন কমিশনারের প্রশিক্ষণ কর্মশালা 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে শুক্রবার দিনব্যাপী নির্বাচন কমিশনারের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ভোটাররা যাতে নির্বিগ্নে ভোট দিতে কেন্দ্রে আসতে যেতে পারে পুলিশকে তার নিশ্চয়তা দিতে হবে। ভোটাররা ৪শত গজ এর ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। নিজ নিজ অবস্থান থেকে ভোট গ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব পালনের আহবান জানান।

পাশাপাশি সাংবাদিকদের উদ্যেশে বলেন, প্রিজাইডিং অফিসারের অনুমতিক্রমে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, কিন্ত কোন প্রকারের লাইভ টেলিকাস্ট করতে পারবে না।

রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্চের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান, হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর অঅলম তালুকদার পিপিএমসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

(জেসিজি/এসপি/ডিসেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test