E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ৮৪২ জন অফিসারের ভোট গ্রহণের বিশেষ প্রশিক্ষণ 

২০১৮ ডিসেম্বর ১৫ ১৫:০৬:৪৫
আগৈলঝাড়ায় ৮৪২ জন অফিসারের ভোট গ্রহণের বিশেষ প্রশিক্ষণ 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল-১ আসনে ৮শ ৪২জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিসাডিং অফিসার, পোলিং অফিসারদের নির্বাচনে ভোট গ্রহণের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় হল রুমসহ বিভিন্ন রুমে নির্বাচনে উপজেলার ৫০টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালনকারীদের এই বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল দাস জানান, প্রশিক্ষণের জন্য তৈরী করা একটি প্যানেল সদস্যদের নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের প্যানেল তালিকায় রয়েছে ৫২জন প্রিসাইডিং অফিসার, ২শ ৬৩জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৫শ ২৭জন পোলিং অফিসারসহ মোট ৮শ ৪২জন অফিসার। এই প্যানেলের
কর্মকর্তারাই নির্বানের দিন কেন্দ্রের বুথে দ্বায়িত্ব ও কর্তব্য পালন করবেন।

প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, হিজলা উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. মান্নান, মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম।

জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়ার জন্য আগেই নির্বাচন কমিশন থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো, সিরাজুল ইসলাম তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, বিভাগীয় বেবী হোমের উপ-তত্ববধায়ক আবুল কালাম আজাদ প্রশিক্ষণ গ্রহন করেছেন। তারাও শনিবার প্রশিক্ষনার্থীদের বিশেষ প্রশিক্ষন প্রদান করেছেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test