E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় পার্টি ও বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর আ.লীগে যোগদান

২০১৮ ডিসেম্বর ১৫ ১৫:০৯:৪৪
জাতীয় পার্টি ও বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর আ.লীগে যোগদান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় আওয়ামীলীগ মনেনানীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নির্বাচনী উঠান বৈঠকে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা শাহজাহান সরদারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।

শুক্রবার বিকেলে উপজেলার ভদ্রপাড়া গ্রামে আওয়ামীলীগ আয়োজিত নৌকা মার্কার উঠান বৈঠকে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লাল মিয়া সরদারের সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির
সাংগঠনিক সম্পাদক, স্থানীয় চার সমাজের সভাপতি, সাবেক ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার ও তার নেতৃত্বে জাতীয় পার্টি ও বিএনপির অর্ধশতাধিক নেতা কর্মীরা উঠান বৈঠকের প্রধান অতিথি, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে অন্যতমরা হলেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আ. রহমান সরদার, বজলুল হক সরদার, ছাত্তার শিকদার, আলতাফ হোসেন সরদার।

উঠান বৈঠক ও যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ এমপি।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা, উপজেলা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন, আওয়ামীলীগ নেতা রুস্তম সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিৎ কুমার সমদ্দার, পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রাণী রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া প্রমুখ।

অন্যদিকে শুক্রবার রাতে বাকাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুল্লশ্রী চৌমাথা বাসষ্ট্যান্ডে আওয়ামীলীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনার জন্য শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এসময় উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test