E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় ক্রেতাদের নাগালের বাইরে সবজি বাজার

২০১৮ ডিসেম্বর ১৫ ১৫:৪৮:৩২
পাথরঘাটায় ক্রেতাদের নাগালের বাইরে সবজি বাজার

অমল তালুকদার, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটা ও আশপাশের বাজারগুলোতে প্রচুর পরিমাণ শীতকালীন শাক-সবজির আমদানি হলেও দাম দ্বিগুণ হারে বেড়ে যাওয়ায় ক্রেতারা হতাশ হয়ে পড়েছেন। হঠাৎ করে সবজির দাম বাড়ায় কাঁচাবাজারে ক্রেতাদের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে পাথরঘাটা পৌরশহরের কাচাঁ বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র লক্ষ্য করা গেছে।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, একমাত্র কাঁচামরিচ ২০০ টাকার স্থলে দাম কমে ৮০টাকা কেজি হলেও সিম ৫০ টাকা, করলা ৬০-৭০ টাকা, ফুলকপি ৩০/৩৫ টাকা, পাতাকপি ৫০-৬০ টাকা,
শসা ৪০ টাকা, পটল ৩৫-৪০ টাকা, বরবটি ৪০-৫০ টাকা, বেগুন ৫০- ৫৫ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা, ঝিংঙ্গা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, মুলা ৪০ টাকা। প্রতি পিচ লাউ ৫০-৮০ টাকা, চাল কুমড়া ৫০-৬০ টাকা, কচুর লতি ৫০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, আমড়া ৪০ টাকা, লেবু হালি প্রতি ২০ থেকে ৩০ টাকা, লালশাক ৪০ টাকা, পুঁইশাক ৪০ টাকা, লাউশাক ২০ টাকা, কাচঁ কলা ৩০ টাকা হালি, ডাটা ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

ক্রেতারা জানান, বাজারে প্রচুর সবজি থাকতেও দামে দ্বিগুণ। বাধ্য হয়েই বেশি দামে তাদের কিনতে হচ্ছে সবজি।

খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে শাক-সবজির দাম বেশি হওয়ায় আমাদেরকে ও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে বাজার নিয়ন্ত্রন না থাকায় ব্যবসায়ীরা দ্বিগুন হারে বিভিন্ন সবজিতে লাভ করছে বলে ক্রেতাদের অভিযোগ উঠেছে। সবজি ব্যবসায়ীরা নিজের ইচ্ছা মত দাম বাড়ার কারনে প্রতিটি হাটবাজারে সবজির বাজার নিয়ন্ত্রন কমিটি গঠনের দাবি জানান ক্রেতারা

(এটি/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test