E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নজরুলের শূন্য ওয়ার্ডে প্রার্থী স্ত্রী ও ভাই

২০১৪ জুলাই ২০ ১০:০১:২৪
নজরুলের শূন্য ওয়ার্ডে প্রার্থী স্ত্রী ও ভাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের শূন্য ওয়ার্ডের নির্বাচন উপলক্ষে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও ভাই আব্দুস সালাম, হাজী আব্দুর রহিম, ইকবাল হোসেন, মাসুদ রানাসহ ৬ জন। রবিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

উপ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ জুলাই। বাছাই অনুষ্ঠিত হবে ২১ জুলাই। প্রত্যাহারের শেষ দিন ৩ আগস্ট। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ আগস্ট।

আগামী ২১ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে র‌্যাব পরিচয়ে অপহরণ করা হয় প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে।

৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকা থেকে ৭ জনের লাশ উদ্ধার করা হয়।

(ওএস/এইচআর/জুলাই ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test