E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধান বিক্রির টাকা  ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় চলছে হারুনের নির্বাচনী প্রচারণা

২০১৮ ডিসেম্বর ১৫ ১৬:১৯:৫৪
ধান বিক্রির টাকা  ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় চলছে হারুনের নির্বাচনী প্রচারণা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ১৪৮, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
(সিপিবি) গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বামগণতান্ত্রিক জোট মনোনীত প্রার্থী হলেন হারুণ আল বারী।

তিনিই প্রথম কাস্তে প্রতীক নিয়ে কোনো কমিউনিস্ট পার্টির প্রার্থী যিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আসনটিতে হারুণ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, বিএনপি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থীগণ।

প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাই করে দেখা যায় সম্পদের দিক থেকে হারুন সবচেয়ে দরিদ্র প্রার্থী।
তাই তার নির্বাচনী প্রচারণার খরচের বিষয়টি ভোটের মাঠে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। প্রতীক বরাদ্দের পর ঘরের গোলায় রাখা ধান বিক্রি করে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছেন হারুন। পাশপাশি দলীয় নেতা-কর্মী শুভানুধ্যায়ীরাও কিছু সহযোগিতা করছেন তাকে। অন্যান্য দলের তুলনায় এই প্রার্থীর প্রচারণা অনেকটাই সাদামাটা। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী এলাকার কোথাও এখনো কাস্তে প্রতীকের পোস্টার দেখা যায়নি।

জানতে চাইলে বামজোট প্রার্থী কমরেড হারুন আল বারী বলেন, “নির্বাচন মানেই তো প্রার্থীদের টাকার খেলা। আমার ক্ষেত্রে এটা ব্যতিক্রম। প্রতীক বরাদ্দের পর ঘরে থাকা ১২ মণ ধান ৭ হাজার টাকায় বিক্রি
করে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। পাশাপাশি দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা আমাকে উল্টো নির্বাচনী খরচ দিচ্ছেন। আর্থিক সঙ্কট আছে তবে দু একদিনের মধ্যেই পোস্টার টাঙানো হবে।”

স্থানীয় বামজোটের নেতারা জানান, জাতীয় বিভিন্ন ইস্যুতে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি এলাকার প্রান্তিক ও শ্রমজীবী মানুষের সমস্যা নিয়েও কথা বলেন হারুন। নির্বাচনী এলাকার সিধলং বিলে ইজারাদারদের বিরুদ্ধে দাড়িয়ে তিনি জেলেদের অধিকার আদায়ে সোচ্চার থাকেন। সরকারের বিভিন্ন অনয়িম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, কৃষকদের ভূয়া সেচ বিল দিয়ে বিদ্যুৎ বিভাগের হয়রানি করলে হারুন রাজপথে আন্দোলন করেন। পাশাপাশি অধিকার আদায়ে স্থানীয় কৃষক ও ক্ষেতমজুরদের সংঘটিত
করে নির্বাচনী এলাকায়ও জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

বামজোট প্রার্থী কমরেড হারুন আল বারী বলেন, “যেখানেই যাচ্ছি, সাড়া পাচ্ছি। কৃষক, শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণির ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। পাশাপাশি নারী ভোটারদেরও কাস্তে প্রতীকের প্রতি আগ্রহ
দেখতে পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন ও ভোটদানের পরিবেশ শতভাগ নিশ্চিত হলে হলে এখানে বামজোট প্রার্থী জয়ী হবে”।

হারুন আল বারীর বাড়ি উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে। তার বাবা মৃত আব্দুল বারী মাস্টার। পাঁচ ভাই ও ছয় বোনের মধ্যে হারুন তৃতীয়। তিনি ১৯৮১ সালে এসএসসি, ১৯৮৪ সালে এইচএসসি ও ১৯৮৬ সালে বিকম (স্নাতক) পাশ করেন। ১৯৮৫ সালে তিনি নেত্রকোনা জেলা ছাত্র
ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ২০০৭ সালে তিনি গৌরীপুর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

(এসআইএম/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test