E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজার-৩ : মামলা আতঙ্কে বিএনপি প্রার্থী!

২০১৮ ডিসেম্বর ১৫ ১৭:০৭:১৫
মৌলভীবাজার-৩ : মামলা আতঙ্কে বিএনপি প্রার্থী!

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্ধের পর থেকে এ পর্যন্ত সদরের এই নির্বাচনী আসনে প্রধান দু’দলের প্রার্থীরা নির্ভয়ে প্রচারণা চালালেও বিএনপি প্রার্থী নাসের রহমানের অভিযোগ পুলিশ প্রতি মধ্যরাতে দলের নেতাকর্মীদের বাসায় বাসায় বিনা ওয়ারেন্টে হানা দিচ্ছে। মামলা আতঙ্কে পুলিশী গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা নিজ বাসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অন্যত্র।

গত বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে নাসের রহমান বলেন, আমি এবং আমাদের দলের সাবেক সাধারণ সম্পাদিকা বেগম খালেদা রব্বানী ছাড়া প্রায়
সব নেতাদের বিরুদ্ধেই পুলিশ গায়েবী মামলা দায়ের করেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে উল্লেখ করে সাইফুর রহমান পুত্র নাসের রহমান আরো বলেন, নেতাকর্মীদের নামে এসব হয়রানী মূলক গায়েবী মামলা দায়ের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের সাথে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছি।

সংবাদ সম্মেলনে নাসের রহমান ছাড়া দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ সম্পাদক খালেদা রব্বানী, সহসভাপতি আশিক মুশাররফ, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান প্রমুখ।

জানা যায় মামলা আর হয়রানী বন্ধে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের পরও নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ মধ্যরাতে হানা দিচ্ছে।

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান জানান, গতকাল (১৪ ডিসেম্বর) মধ্যরাতেও পুলিশ এসল্ট মামলায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শামিম আহমদসহ ২ বিএনপি নেতাকে মধ্যরাতে পুলিশ আটক করে নিয়ে গেছে।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনিত ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নাসের রহমানের ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতীক বরাদ্ধের পর থেকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ বিএনপি নেতাকর্মীরা প্রতিদিনই সাধারণ মানুষের ধারে ধারে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। এসব প্রচারণায় প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে। প্রতিটি কেন্দ্র ভিত্তিক কমিটিও কৌশলগত কারনে গোপন রেখে সজাগ দৃষ্টি রাখছেন নেতারা। মামলা-হামলার ভয়ে নির্বাচন কেন্দ্রিক সার্বিক কর্মকান্ড অনেকটা গোপনে রেখে তৎপরতা চালাচ্ছেন তারা। বিএনপির ঘাটি ও ভোট ব্যাংক হিসেবে পরিচিত নির্বাচনী এই আসনে ধানের শীষের জনপ্রিয়তা সবারই জানা। তবে সাধারণ ভোটারদের মাঝে সুষ্টু ভোট নিয়ে রয়েছে তীব্র শঙ্কা ।

জানা যায়, ধানের শীষের ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে শঙ্কামুক্ত নির্ভয় ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জয়-পরাজয়ের হিসেব ভীন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের তীব্র বিভেদ আর বিভাজন ভুলে আসন পূনরুদ্ধারে একাট্রা জেলা বিএনপি। নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোসনার পর সাড়া দেশের মত মৌলভীবাজার-৩ আসনেও ধানের শীষের টিকিট পেতে একাধিক মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন সংগ্রহ করলেও অবশেষ বিএনপি দলীয় সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান কে সবাই দলের একক প্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন অন্যান্য প্রার্থীরা। চুরান্ত হয় মৌলভীবাজার-৩ আসনে ধানের
শীষের একক প্রার্থী হিসেবে নাসের রহমানের নাম।

ভোটের মাঠে এখন সাধারণ মানুষের দৃষ্টি ধানের শীষ ও নৌকা প্রতীকের প্রতি। তাই এক দিকে ক্ষমতাসীন আওয়ামীলীগ আসনটি ফের ধরে রাখতে মরিয়া আর বিএনপি একাট্রা পূনরুদ্ধারে। সব মিলিয়ে ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে জেলা সদরের এই ভোটের মাঠে, চলছে শেষ মুহুর্তের নানান মেরুকরন।

এদিকে সদরের এই নির্বাচনী আসনে প্রধান দু’দলের নেতাদের মধ্যে আদর্শিক ও রাজনৈতিক দূরত্ব থাকলেও রাজনৈতিক সাংস্কৃতিতে পারষ্পরিক সম্পর্কেও ঐতিহ্য রয়েছে দীর্ঘকাল যাবত। তাইতো দেখা গেল জেলা রিটার্নিং কর্মর্তার কার্যালয় মনোনয়ন জমা দেওয়ার সময় দেশের প্রধান দুই রাজনৈতিক দল
আওয়ামীলীগ প্রার্থী নেছার আহমদ ও বিএনপি প্রার্থী এম নাসের রহমান মনোনয়নপত্র জমা শেষে একে অন্যের সাথে হাসিমুখে খোলাখুলি করছেন। এই খোলাখুলির দৃশ্য সোস্যাল মিডিয়ায় ভাইরালের পর ভোটের মাঠে এক অন্যরকম মাত্রা তৈরি হয়, দু’দলের নেতাদের মাঝে তৈরি হয় সু-সম্পর্কের নতুন দিগন্ত।

গত ১০ ডিসেম্বর সোমবার সকালের দিকে প্রতীক বরাদ্ধের পর থেকে দেশের কয়েকটি জেলায় নির্বাচনী সহিংসতা হলেও এর কোনরূপ প্রভাব পরেনি মৌলভীবাজার-৩ আসনের নির্বাচনী এলাকায়। এখানে ঐদিন সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে স্ব স্ব দলের প্রার্থীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক গ্রহণ করেন জেলা রির্টার্নিং কর্মকর্তার কাছ থেকে। এর পরপরই ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী নেছার আহমদ ও ধানের শীষের প্রার্থী নাসের রহমানসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা শহরের বিভিন্ন জায়গায় প্রথম আনুষ্ঠানিক উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় দু’দলের প্রার্থীরাই ভোট চেয়ে সাধারণ মানুষের কাছে প্রচারপত্র বিলি করতে দেখা যায়।

এদিকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান পুত্র জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান দলীয় কোন্দল মিটিয়ে দলের শীর্ষ নেতা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শতশত সমর্থকদের সাথে নিয়ে প্রতিদিনই
সদরের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জমজমাট প্রচারণা চালাচ্ছেন।

(একে/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test