E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযোদ্ধা হায়দারের প্রচেষ্টায় ইডিএ শিক্ষাবৃত্তি কোমলমতি শিশুদের মেধা বিকাশ ঘটাচ্ছে

২০১৮ ডিসেম্বর ১৫ ১৭:২৬:০৩
মুক্তিযোদ্ধা হায়দারের প্রচেষ্টায় ইডিএ শিক্ষাবৃত্তি কোমলমতি শিশুদের মেধা বিকাশ ঘটাচ্ছে

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সামাজিক দায়বদ্ধতা থেকে কোমলমতি শিশুদের মেধা বিকাশে ইডিএ শিক্ষাবৃত্তি নিয়ে কাজ করছেন মুক্তিযোদ্ধা হায়দার আহমদ খান এফ.সি.এ। ২০০৫ সন থেকে প্রাতিষ্ঠানিক ভাবে এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইডিএ’র মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীদের মাঝে এক প্রতিযোগিতার সৃষ্টি করে চলছেন।

শুক্রবার ১৪ ডিসেম্বর ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ১৪ তম ইডিএ শিক্ষা বৃত্তি পরিক্ষা। এতে অংশ নেয় কেন্দুয়া উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন সহ নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের ৩ হাজার ৪১৭ জন পরিক্ষার্থী।

ইডিএ’র সাধারণ সম্পাদক মাহমুদুন্নবি হাবিব জানান, প্রতিবছর একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ২৪ জন করে ৩শ ৮৪ জন বৃত্তি প্রাপ্ত হয়। এদের প্রত্যেককে দেয়া হয় এককালীন বৃত্তির টাকা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। এছাড়া নেয়া হয় বিভিন্ন দর্শনীয় স্থানে শিক্ষা সফরে। ইডিএ’র উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদা নাসরিন (এম.এ.বি.এড) শুক্রবার শিক্ষাবৃত্তি পরিক্ষা পরিদর্শনে এসে পরিক্ষার সুন্দর পরিবেশ দেখে খুব সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ইডিএ’র শিক্ষা বৃত্তি কার্যক্রম শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোপালাশ্রম সরকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক জাকির আলম ইডিএ শিক্ষা বৃত্তি কার্যক্রম প্রসঙ্গে বলেন, মেধা বিকাশে প্রতিযোগিতামূলক ইডিএ শিক্ষাবৃত্তি পরিক্ষা একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি এই কার্যক্রম নেত্রকোনা জেলার সব কয়টি
উপজেলা তথা সারা দেশের উপজেলাগুলোতে পরিচালনা করার দাবী জানান।

ইডিএ কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে জানতে চাইলে ইডিএ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দার আহমদ খান এফ.সি.এ বলেন, ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে একাউন্টেন্সিতে অনার্স, ফ্যাইনান্স এন্ড ব্যাংকিংয়ে মাষ্টার্স এবং সিএ পাস করেছি ১৯৮৯ সালে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি।

মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং আমার মা, মাটি, মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারেই ইডিএ শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক জিয়া বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী ও বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষা শেষে কোমলমতি শিশুরা অনেকটা অলস সময় কাটায়, ইডিএ শিক্ষাবৃত্তি পরীক্ষা চালু করার ফলে তাদের মধ্যে মেধা যাচাইয়ে তীব্র প্রতিযোগিতায় কোমলমতি শিশুদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন শিশুদের মেধার বিকাশ ঘটছে অপরদিকে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের মধ্য দিয়ে ক্রমশ বাড়ছে শিক্ষার হার। তিনি এই কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test