E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা-৪ আসনে কুলা প্রতীকে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ

২০১৮ ডিসেম্বর ১৫ ১৮:০৩:৩৫
সাতক্ষীরা-৪ আসনে কুলা প্রতীকে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আমরাও মহাজোটের শরীক দল। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু সাতক্ষীরা-৪ আসনের মহাজোটের শরীক আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী এসএম জগলুল হায়দারের ছোটভাই জহুরুল হায়দার বাবুর নেতৃত্বে তার লোকজন একের পর এক আমার বিকল্পধারার কুলা প্রতিকের নেতাকর্মীদের হামলা চালাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় তারা আমার নির্বাচনী পথসভায় হামলা চালায়। এতে শাহাদাত হোসেন ও রেজা নামের দুজন কর্মী গুরুতর আহত হয়েছে। আহত কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হচ্ছে।

আহতদের মধ্যে শাহাদাত হোসেন মাথায় এবং রেজার অন্ডকোষে আঘাত পেয়েছেন। এছাড়া পোস্টার ছেড়া ও নির্বাচনী প্রচার মাইক খুলে নিয়ে খুন জখমের হুমকি দিচ্ছে জগলুল হায়দার ও তার লোকজন।

শনিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এই অভিযোগ করেন সাতক্ষীরা-৪ আসনে মহাজোটের শরিক বিকল্পধারার কুলা প্রতিকের প্রার্থী এইচ এম গোলাম রেজা। নির্বাচনী প্রচারে বাঁধা, প্রচারগাড়ি ভাংচুর ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এইচ এম গোলাম রেজা আরো বলেন, জগলুল হায়দার নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। জগলুল হায়দার খুন জখম, গাড়ি পুড়িয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা শান্তি শৃঙ্খলা রক্ষায়
প্রশাসনের সহযোগিতা কামনা করি। এক প্রশ্নের জবাবে গোলাম রেজা বলেন প্রশাসন শান্তি শৃঙ্খলা রক্ষায় এখনো নিরপেক্ষ আছে। আমরা প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট। তিনি শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন। এসময় বিকল্পধারার শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে গোলাম রেজা নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

তবে এসএম জগলুল হায়দার ও তার ভাই জহুরুল হায়দার বাবু তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

(আরকে/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test