E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকায় ভোট দিয়ে বিজয়ের আনন্দ ঘরে তোলার আহবান মুক্তিযোদ্ধা মানিকের

২০১৮ ডিসেম্বর ১৫ ১৮:২১:৫২
নৌকায় ভোট দিয়ে বিজয়ের আনন্দ ঘরে তোলার আহবান মুক্তিযোদ্ধা মানিকের

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দুয়া আটপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী সকল সংগ্রামী জনতা সহ আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নেত্রকোনা-৩ আসনের মনোনয়ন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিক।

শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এবারের ডিসেম্বর মাস অন্যবছরের ডিসেম্বর থেকে একটু আলাদা। এ বছর ডিসেম্বর মাসে জাতির সামনে দুটি উৎসব। এর একটি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন, অপরটি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ের আনন্দ ঘরে তুলে নেয়া।

তিনি বলেন, আমি সহ আমরা ২৪ জন আওয়ামলীগের মনোনয়ন চেয়েছিলাম। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা তাঁর রাজনৈতিক দূরদর্শিতায় বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ৯০’র গণ আন্দোলনের অন্যতম নেতা অসীম কুমার উকিলের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন।

মানিক বলেন, এই নৌকা যুক্তফ্রন্টের নৌকা, এই নৌকা মুক্তিযুদ্ধের নৌকা, এই নৌকা স্বাধীনতার নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনা তথা সজিব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশের নৌকা, এই নৌকা আপনার আমার সকলের মার্কা নৌকা।

মুক্তিযোদ্ধা মানিক বলেন, দেশে আজ দুটি ধারায় বিভক্ত। একটি স্বাধীনতার পক্ষের প্রতীক নৌকা, অপরটি ধানের শীষ।

তিনি সকল মুক্তিযোদ্ধা সহ আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানিয়ে বলেন, আল্লাহর দোহাই লাগে, সব মনের কষ্ট ভুলে গিয়ে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার যোগ্য আসনে বসিয়ে দেশ সেবা করার সুযোগ দিতে হবে।

তিনি বলেন, অসীম উকিল একজন সৎ আদর্শ এবং একজন ত্যাগী নেতা। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। তিনি এম.পি নির্বাচিত হলে অবশ্যই আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলায় একজন মন্ত্রীত্ব পেতে পারি, এটা অসম্ভবের কিছু নয়। অসীম উকিল দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ হিসেবে তিনি যেমন রাজনীতির মাঠে লড়াই সংগ্রামের পুরোধা ব্যক্তি তেমনি তার পাশাপাশি তার প্রিয় সহধর্মীনি বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিলও রাজপথের লড়াই সংগ্রামের সাহসী মুখ। অসীম উকিলের নৌকায় ভোট দিয়ে তাদেরকে চার হাতে অবহেলিত কেন্দুয়া আটপাড়ার উন্নয়নের সুযোগ করে দেয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

তিনি আশা প্রকাশ করে বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে অত্যান্ত জনপ্রিয় অপ্রতিদ্বন্ধী অসীম কুমার উকিল নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে যাতে বিজয়ী হতে পারেন এজন্য ঘরে ঘরে গিয়ে নৌকার ভোট চাইতে হবে, বিজয় নিশ্চিত করতে হবে নৌকার ।

মানিক বলেন, আমরা যারা মনোনয়ন বঞ্চিত হয়েছি, এর মধ্যে আমার যেমন মনে কোন কষ্ট নেই তেমনি অন্যকারো মনে কষ্ট নেই। আমি সহ আমরা সকলেই নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছি, বিজয় নিশ্চিত করেই ৩০ ডিসেম্বর বিজয়ের উল্লাস নিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ।

(এসবি/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test