E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

যৌন সন্ত্রাসের কবলে পাথরঘাটা!

২০১৮ ডিসেম্বর ১৬ ১৪:৪৫:৪৪
যৌন সন্ত্রাসের কবলে পাথরঘাটা!

অমল তালুকদার, বরগুনা : বরগুনার পাথরঘাটায় এক এর পর এক যৌন সন্ত্রাসের ঘটনা ঘটলেও প্রশাসন সহ কারো যেনো কো মাথাব্যথা নেই। ফলে অধিকাংশ ঘটনা সামাজিক কারনে অথবা প্রভাবশালী মহলের চাপে বিচার পর্যন্ত আর পৌছুচ্ছে না। দায়ি ব্যক্তিরা পার পেয়ে যাওয়ায় এই সামাজিক ব্যধি এখন ছড়িয়ে পরেছে সর্বত্র।

সাম্প্রতিক সময়ে যৌন হেনস্থা থেকে রক্ষা পাচ্ছেনা শিশু-কিশোরী আর বয়বৃদ্ধ-প্রতিবন্ধী কেউ-ই। গত বুধবার (০৫.১২,১৮) উপজেলার চরদুয়ানী বাজারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার চেষ্টার সময় বাজারের ব্যাবসায়ীরা গফফার নামের এক লেপতোষকের দোকানীকে আটক করে পুলিশে সোপার্দ করে বলে জানা যায়। ওইদিন সকাল ৯টার দিকে চরদুয়ানী বাজার সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।

১৩ বছরের প্রতিবন্ধী শিশুর বাবা মজিবর রহমান জানান, তিনি একজন চরদুয়ানী বাজারের ক্ষুদ্র ব্যাবসায়ী। বুধবার তার মেয়েকে প্রতিদিনের মতো দোকানে বসিয়ে সন্ধ্যার পরে সংসারের নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করতে যায় সে। এসময় তার প্রতিবেশী দোকানদার আঃ বারেকের ছেলে গফফার (৩২) তার মেয়েকে প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী প্রাইমারী স্কুলের একটি খালি রুমে নিয়ে যায়। কিছুক্ষন কথা বলে যখন
শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে স্পর্শ করে তখন প্রতিবন্ধী শিশুটি ডাক চিৎকারে বাজারের ব্যাবসায়ীরা ছুটে আসে। তাৎক্ষনিক প্রতিবন্ধীর কথা শুনে গফফারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেন তারা।

চরদুয়ানী ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুবুর রহমান জানান, আমরা অপরাধীকে হাতে নাতে ধরে
পুলিশে সোপার্দ করেছি। গরিব বলে মেয়েটি বিচার পায়নি। চরদুয়ানী থেকে কিছু নেতারা থানায় গিয়ে স্থানীয়ভাবে মিমাংসার কথা বলে গফফরকে ছাড়িয়ে নিয়ে আসে। নেতাদের পকেটে কিছু টাকা ঢোকার কারণে সালিশ ব্যাবস্থার নামে এখন টালবাহানা চলছে।

পাথরঘাটা থানার ওসি হানিফ সিকদার জানান, মেয়ের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায় গফফারকে ছেড়ে দেয়া হয়েছে। অভিভাবকের পক্ষ থেকে অভিযোগ না পেলে আমাদের কিছু করার থাকেনা।

এদিকে ১ মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা করে বিপাকে পরেছে গরীব দিনমজুর পরিবার। উপজেলার আমড়াতলা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী সে।অভিযুক্ত জাহাঙ্গীর বয়াতী গ্রাম পুলিশের দফাদার। তার বাবার নাম শিরু বয়াতী। রাজ মিস্ত্রীর হেল্পার কিংবা মাছ ধরে বাজারে বিক্রিতে জীবন বাঁচে তাদের। গত ৫অক্টোবর শুক্রবার রাতে বাড়ির সামনের খালে ধর্মজাল দিয়ে মাছ ধরছিল তার মা । প্রতিদিনের মত ওইদিনও ঘরে মেয়ে (১৪)ছেলে (১০) এবং ৭বছরের অপর শিশু কন্যাকে রাতের খাবার শেষে বাহির থেকে তালাবদ্ধ করে বাড়ির নিকট খালে মাছ ধরতে যায় মা বাবা। রাত ১০টার দিকে এক-ই গ্রামের প্রতিবেশী জাহাঙ্গীর(৩৮) তালাভেঙ্গে ঘরে ঢুকে ঘুমন্ত মাদ্রাসা ছাত্রীকে মুখচেপে ঘরের চৌকি থেকে নিচে নামিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে জানা যায়। মেয়ের সাথে ধস্তাধস্তি আর ডাকচিৎকারে মা সহ প্রতিবেশীরা ছুটে আসে বলে তারা জানায়।

ঘটনার সময় বাইরে দাড়িয়ে জাহাঙ্গীরের এই অপকর্মের পাহাড়া দেয় আর এক প্রতিবেশী বেল্লাল (১৮) পিতা-কদম আলী। ঘটনার সময় মেয়েটির শরীর খামছে রক্তাক্ত জখম এবং জামা কাপড় ছিড়ে ছিন্নভিন্ন করারও অভিযোগ পাওয়া গেছে দফাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে। দৌড়ে পালানোর সময় জাহাঙ্গীর ও তার সহযোগী বেল্লালকে দেখে চিনতে পারেন পরিবার এবং প্রতিবেশীরা। ছাত্রীর বাবা স্থানীয় চেয়ারম্যান/মেম্বর সহ গন্যমান্যদের জানায়।

পুলিশকে মামলা নিতে বললে একধরনের গরিমশি করে হয়রানী করতে থাকে বলে সাংবাদিকদের জানায়। ঘটনানুসন্ধানে সম্প্রতি সরজমিন কালিপুর গ্রামে গিযে জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর আরও অভিযোগ পাওয়া যায়। সে এমন আরও অনেক ঘটনা ঘটিয়েছে।

প্রতিবেশী একটি হিন্দু বাড়িতে গিয়ে ওই বাড়ির প্রবাসীর স্ত্রীকেও কুপ্রস্তাব দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সুস্থ আর প্রতিবন্ধী সহ যেকোনো নারীর দুর্বলতায় সে অবৈধ কর্ম চালিয়ে যাচ্ছে বলে গ্রামের লোকজন অভিযোগ করেন। জাহাঙ্গীর ইউনিয়ন পরিষদের দফাদার হওয়ার কারনে প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শুরু থেকেই ধামাচাপা দেয়ার অপচেষ্টা চলছে এবং এখনও তা অব্যহত রয়েছে বলে অভিযোগ করেন ছাত্রিটির বাবা। সুমাইয়ার মা সুখি বেগম বাদী হয়ে ১৩ অক্টোবর বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন। মামলায় জাহাঙ্গীরকে প্রধান আসামী করা হয়। অপর আসামী বেল্লাল।

অসংখ্য ঘটনার দু’একটি এমন উদাহরন মাত্র। এভাবেই যৌন সন্ত্রাস বারছে পাথরঘাটা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে। স্কুলগামী মেয়েদের নিরাপত্তা নিয়েও এখন উদ্বিগ্ন এখানকার অভিভাবকরা। বেশক’জন অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে, ধরাপরার পরেও যথযথ দন্ড না দেয়ায় যৌনলোভীরা আরও উৎসাহ পাচ্ছে । সামপ্রতিক সময়ে পাথরঘাটা ও এর আশেপাশে অগনিত যৌন হয়রানীর ঘটনায় মানুষ আইনের প্রতি এক ধরনের বীতশ্রদ্ধ হয়ে পরেছে।

(এটি/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test