E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় মহান বিজয় দিবস পালিত

২০১৮ ডিসেম্বর ১৬ ১৪:৫১:৩৩
আগৈলঝাড়ায় মহান বিজয় দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গি মুক্ত অ-সাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় নিয়ে উপজেলা প্রশাসননের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বরিশালের আগৈলঝাড়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়েজিত অনুষ্ঠানমালায় একাত্মতা ঘোষণা করেণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামীলীগসহ স্বাধীনতার পক্ষের সর্বস্তরের জনতা।

প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্তরে স্বাধীনতার মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে
পুষ্পমাল্য অর্পণ, বিজয় র‌্যালি শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে সালাম গ্রহণ, শিক্ষার্থীদের কুজকাওয়াজ প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান, প্রীতি ম্যাচ, দেশ ও জাতির কল্যানে দোয়া ও প্রার্থণা, নারীদের আলোচনাসভা ও ক্রীড়া প্রতিযোগিতা, প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৪৭তম মহান বিজয় দিবস উদযাপন করেছে।

এর আগে ভেগাই হালদার পাবলিক একাডেমী ও গৈলা মডেল সরকারী বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়
দিবসে উপজেলা পরিষদ ও প্রথম বারের মতো থানা কম্পাউন্ডে আলোকসজ্জা করা হয়। রবিবার সকালে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠের স্বাধীনতা বিজয় মঞ্চে বিজয় দিবসের অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমরঅ রানী মন্ডল, বরিশাল জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (প্রচার) আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, বরিশাল জেলা পরিষদ সদস্য
এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, সংরক্ষিত মহিলা সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম সরদার, মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদারসহ সরকারী কর্মকর্তাগন, জন প্রতিনিধি ও সর্বস্তরের জনতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test