E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সুজানগরে বিজয় দিবস উদযাপন

২০১৮ ডিসেম্বর ১৬ ১৫:২৯:০৩
সুজানগরে বিজয় দিবস উদযাপন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে রবিবার রাত ১২.০১ মিনিটে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা শুরু হয়। সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ব শাসিত এবং বেসরকারী ভবন, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে।

সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ বর্ণাঢ্য র‌্যালি নিয়ে মুক্তিযোদ্ধা ভবনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুস্পস্তক অর্পন ও শহীদদের মাজার জিয়ারত করেন।

আনুষ্ঠানিক ভাবে সকাল ৮.৩০মিনিটে সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বয়েজ স্কাউট, গার্লস গাইট, রোভার স্কাউট, কাপদল বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ
দেবনাথ, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, অফিসার ইনর্চাজ শরিফুল আলম।

দুপুর ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের
সভাপতিত্বে ও মুক্তিযেদ্ধা কমান্ডার আব্দুল মজিদ সরদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যদেন
পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগ দলীয় এমপি পদপ্রার্থী
আহমেদ ফিরোজ কবির। প্রধান বক্তার বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন।

বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব,
সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, সহকারী কমিশনার ভূমি রানুয়ারা খাতুন, সহকারী
পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, আজমেরী সুলতানা পলি।

এসময় আরো বক্তব্যদেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু, তোফাজ্জল হোসেন চৌধরী,
উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাজাহান, সাংগঠনিক সম্পাদক
রেজাউল করিম রেজা, অফিসার ইনচার্জ শরিফুল আলম, ডেপুটি কমান্ডার আব্দুল হাই প্রমুখ।
সুজানগর পৌরসভার উদ্দোগে পৌরসভা ভবনসহ, প্রধান প্রধান সড়ক ও সড়ক দীপ সুমহ জাতীয়
পতাকা এবং বিভিন্ন রংয়ের পতাকা দ্বারা সাজ সজ্জীত করণ ও উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন,
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আলোক সজ্জা করা হয়।

(এস/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test