E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

২০১৮ ডিসেম্বর ১৬ ১৫:৩৩:১২
মির্জাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 

রবিবার সকালে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। প্রত্যুষে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা মুক্তিযোদ্ধা ফলকে পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ অনুষ্টান, প্রীতি ফুটবল খেলা,মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন,উপজেলা পরিষদ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সারে আটটায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্টানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী মোঃ আল-আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক মোঃ ইউনুচ আলী সরদার, মোঃ ইসমাইল হোসেন মৃধা, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম মহাসিন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগ ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতাগন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শারীরিক কসরত করেন এবং নেচে গেয়ে বিজয় দিবস উদযাপন করা হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

(ইউজি/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test