E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় মহান বিজয় দিবস উৎযাপিত

২০১৮ ডিসেম্বর ১৬ ১৭:৩৮:৪৮
সাতক্ষীরায় মহান বিজয় দিবস উৎযাপিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নানা আয়োজনে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উৎযাপিত হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।

এরপর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সোয়া ৮ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, পৌর দীঘিতে হাঁসধরা প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। এসব কর্মসুচি চলাকালে সেখানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, জেলা আওয়ামী লীগৈর সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ছাড়া সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আশাশুনির গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে র‌্যালি বের করে। গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অপর্না মণ্ডলসহ সাতজন শিক্ষক ও ৭২ জন শিক্ষার্থী র‌্যালিতে অংশ নেন।

(আরকে/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test