E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় ১৫০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

২০১৮ ডিসেম্বর ১৭ ১৭:৩৮:৩১
কেন্দুয়ায় ১৫০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১শ ৫০ কোটি ৪৮ লাখ টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এসব উন্নয়ন কাজের মধ্যে রয়েছে, ৫৬ কোটি ৫০ লাখ টাকায় ৭৯ কিলোমিটার রাস্তা পাকাকরণ, ২৬ কোটি ৫৫ লাখ টাকায় ৮৮৫ মিটার ব্রীজ কালবার্ট নির্মাণ, ১ কোটি ৯৫ লাখ টাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ২৬ লাখ টাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘর কাম লাইব্রেরী নির্মাণ, ৭১ লাখ টাকা অসচ্ছল ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য ৭টি বাড়ি নির্মাণ, ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৬টি ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণ, ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৪টি রেগুলেটর নির্মাণ, ৭০ লাখ টাকা ব্যয়ে একটি গ্রোথ সেন্টার বাজার উন্নয়ন, ৩০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারী ওয়াল ও গেইট নির্মাণ, ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার বাঁধ নির্মাণ, ৯ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ২৬০ জন এল.সি.এস মহিলা কর্মীর দারিদ্র মুক্তির পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও ৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির মাধ্যমে বিভিন্ন উন্নয়নসহ ১শ ৫০ কোটি ৪৮ লাখ টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এসব উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হওয়ায় এখানকার জনগণ শিক্ষা যোগাযোগ ও হাট-বাজারের উন্নয়নে অনেক সফলতা পেয়েছে বলে তারা দাবী করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কেন্দুয়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী আল-আমিন সরকার সোমবার বলেন, দরপত্র আহবান করে গত ১০ বছরে ১শ ৫০ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। বিশেষ করে সাইডুলি নদীর উপর যে ব্রীজটি নির্মান করা হয়েছে এই ব্রীজ নির্মাণের ফলে বলাইশিমুল ইউনিয়নের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের এক বিশাল সেতু বন্ধন রচনা হয়েছে।

তিনি বলেন, এরকম আরো ৭টি ব্রীজ নির্মানের প্রক্রিয়াধীন রয়েছে।

বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলী আকবর তালুকদার মল্লিক বলেন, এই ব্রীজটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল, তা বর্তমান সরকারের আমলে পূরন হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান বলেন, সাইডুলি নদীতে খেয়া পারাপারের সময় প্রতি বছর এক দুইজন লোক পানিতে ডুবে মারা যেত। এই নদীর উপর ব্রীজ নির্মিত হওয়ায় এ এলাকার মানুষ অনেক খুশি। ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা হায়দা আলী জানান, এই ব্রীজ নির্মান হওয়ার ফলে বলাইশিমুল ইউনিয়নের মানুষের কৃষিজাত উৎপাদিত পন্য বাজার জাত করণের ক্ষেত্রে কৃষকের মুখে হাসি ফুটেছে। সহজেই যানবাহনের মাধ্যমে বিভিন্ন শাক সবজি ও কৃষিজাত পন্য উপজেলা সদরে নিয়ে যেতে পারেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test