E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘সাতক্ষীরায় নৌকার পোস্টার ছিড়ছে জামায়াত বিএনপি’

২০১৮ ডিসেম্বর ১৮ ১৭:১৫:০২
‘সাতক্ষীরায় নৌকার পোস্টার ছিড়ছে জামায়াত বিএনপি’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ‘সাতক্ষীরায় নৌকার পোস্টার ছিড়ছে জামায়াত ও বিএনপি। তবে আমরা আইন হাতে তুলে নিতে রাজী নই। আমরা কারও পোস্টার ছিড়ছি না।’

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেছেন ১৪ দল নেতৃবৃন্দ।

তারা বলেন, বিরোধী দল গুজব ছড়াচ্ছে । তারা মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে তারা আরও বলেন বিরোধীরা ভোট কেন্দ্র দখল করার হুমকি দিয়েছে । আর আমরা ভোট কেন্দ্র রক্ষার প্রতিশ্রুতি দিয়েছি।

সংবাদ সম্মেলনে বলা হয় ‘যুদ্ধাপরাধী,আগুন সন্ত্রাসী, ২০১৩-১৪ এর গাছ কাটা, ১৬ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে হত্যাকারী চক্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলাকারীদের প্রতিহত করতে সাতক্ষীরার মানুষ ঐক্যবদ্ধ’। শেখ হাসিনার নেতৃত্বে জাতি যখন আগামির সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে তখন নাশকতা ও সন্ত্রাসী মামলার আসামিরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। বিজয়ের দ্বারপ্রান্তে থাকা সাতক্ষীরার চার মহাজোট প্রার্থীকে বিব্রত করতে উস্কানিমূলক কাজ করছে বলেও মন্তব্য করেন তারা।

তারা বলেন, নির্বাচনের আগে ও পরে জামায়াত বিএনপি কোনো সন্ত্রাস করার চেষ্টা করলে ১৪ দল সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সোমবার রাতে তালার জিয়ালা নলতায় বোমা ফাটিয়েছে জামায়াত বিএনপি। এ বিষয়ে সহকারি রিটার্নিং অফিসারকে অবহিত করা হয়েছে। ২০০২ সালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাক্ষীদের জামায়াত বিএনপি হুমকি দিচ্ছে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন জাতি এখন একাত্তরের মতো ঐক্যবদ্ধ। ২০১৩ -২০১৪ সালের মতো সেই সুযোগ তারা আর পাবে না। তাই তারা গুজব ছড়াচ্ছে ।

তালা কলারোয়া আসনের বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের নাম উচ্চারন করে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ‘তিনি তালার আলতাফ হত্যা এবং সাতক্ষীরার আমান হত্যা মামলা নিয়ে স্বচ্ছন্দ্যে নেই। এজন্য তিনি নানা গুজব ছড়াচ্ছেন’। তিনি সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে হত্যা, বাড়িতে অগ্নিসংযোগ ও লুন্ঠনের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

সদস্য সচিব ও জেলা জাসদ সহ সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন তালা কলারোয়া আসনের মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আবু সায়ীদ, জাসদের কেন্দ্রিয় সহ সম্পাদক ওবায়েদুস সুলতান বাবলু, ওয়ার্কার্স পার্টি নেতা এড. ফাহিমুল হক কিসলু, বাংলাদেশ জাসদের জেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলি, সাম্যবাদী দলের কেন্দ্রিয় সদস্য তারিকুল ইসলাম, জেলা জাসদ সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর , উপাধ্যক্ষ ময়নুল হাসান প্রমূখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ১৪ দল নেতৃবৃন্দ বলেন ‘ সাতক্ষীরায় জাতীয় পার্টির প্রার্থীরা এককভাবে প্রার্থী
হয়েছেন। এ ছাড়া বামগনতান্ত্রিক জোট জামায়াত ও বিএনপির বি টীম হিসাবে কাজ করছে’। তাদের পোস্টার ছেঁড়া ও প্রচারের বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে নেতৃবৃন্দ বলেন এসব গুজব।

এ প্রসঙ্গে পাল্টা প্রশ্ন করে মহাজোট প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সোমবার পাটকেলঘাটায় জাতীয় পার্টি প্রার্থী সৈয়দ দীদার বখতের নতুন নির্বাচনী অফিস আনুষ্ঠানিকভাবে খোলা হলো কিভাবে।

২০১৩-২০১৪ সালে জামায়াত বিএনপির তান্ডব ও সহিংসতার বীভৎস দৃশ্যের উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয় সে সময় সংবাদকর্মীরা মুক্তমনে লিখতে পারেন নি। অথচ এখন তারা মুক্তমনে লিখতে এবং কথা বলতে পারছেন। প্রধানমন্ত্রী সেই সুযোগ করে দিয়েছেন। মহাজোট প্রার্থীগন ২০১৩-২০১৪ সালে সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করে নির্বাচনে জয়ী হয়ে গত পাঁচ বছর যাবত এলাকায় অভূতপূর্ব উন্নয়ন কাজ করেছেন জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় এই বাস্তবতায় সাধারণ মানুষ নৌকা প্রতীকে পূনরায় তাদের রায় দিতে সংগঠিত হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, কারা পোষ্টার ছিড়ছে ও কারা প্রচার মাইক ভাঙছে সেটা সংবাদ সম্মেলন করে ঢাকা যাবে না। কলারোয়ায় কারা বিএনপি নেতা কর্মীদের মারপিট করেছে সেটা সকলেই জানে। নিরপেক্ষ নির্বাচন হলে জনগন মহাজোটের বিপক্ষে ভোট
দিয়ে এ সব অত্যাচারের প্রতিবাদ করবে।

(আরকে/এসপি/ডিসেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test