E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকিসহ গ্রেফতার ৪

২০১৮ ডিসেম্বর ১৮ ১৭:২৩:৫৮
দিনাজপুরে উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকিসহ গ্রেফতার ৪

স্টাফ রিপের্টিার, দিনাজপুর : জামায়াতের নেতা দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরে আলম সিদ্দিকিকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব বলছে, নুরে আলম সিদ্দিকি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামী। অন্যদিকে তার পরিবার বলছে,
দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের কাজ করছিলেন মো: নুরে আলম সিদ্দিকি।

চেয়ারম্যানের ছেলে মো: গোলাম আজম অভিযোগ করে বলেছেন, মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিটে
আমার বাবা উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকিকে শিমর গ্রামের নিজ বাসা থেকে সাদা পোষাকে লোবজন কালো মাইক্রোতে করে তুলে নিয়ে যায়।

অন্যদিকে মঙ্গলবার খানসামা উপজেলা বিএনপি নেতা ও ঠিকাদার রবিউল আলম তুহিনকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে খানসামা থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার পাকেরহাট থেকে গ্রেফতার করে খানসামা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন খানসামা থানা ভারপ্রাাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান।

অপরদিকে সোমবার দিবাগত রাত ১ টায় নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউপির হিলিরডাঙ্গা গ্রাম হতে ধানের শীষের নির্বাচনী কর্মী মোঃ আব্দুল আউয়াল মাস্টার ও পল্লী চিকিৎসক ডা. আতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে দাবী করেছে দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: আনোয়ারুল ইসলাম।

(এসএএস/এসপি/ডিসেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test