E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে বিএনপির কর্মীদের বাড়িঘর ও দোকানপাটে হামলার অভিযোগ

২০১৮ ডিসেম্বর ১৯ ১৬:০১:০৭
জামালপুরে বিএনপির কর্মীদের বাড়িঘর ও দোকানপাটে হামলার অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদরে মহাজোট প্রার্থীর সমর্থক আওয়ামীলীগের কর্মিরা দফায় দফায় ঐক্যফ্রন্ট প্রার্থীর ঐক্যফ্রন্ট প্রার্থীর পোস্টার ছেঁড়া, নির্বাচনী প্রচার ক্যাম্প ভাংচুর এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করছে। বিএনপির কর্মী সমর্থক ও ভোটারদের বাড়ীতে বাড়িতে গিয়ে ভোট কেন্দ্র্রে না যাওয়ার হুমকি ভয়ভিতি প্রদর্শনেরও অভিযোগ করেছে
ঐক্যফ্রন্ট প্রার্থী।

জামালপুর শহরের সর্দার পাড়ায় প্রধান নির্বাচনী কার্যালয়ে বুধবার সকাল ১১টায় সংবাদ সন্মেলনে জামালপুর-৫ (সদর) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন এসব অভিযোগ করেন।

সংবাদ সন্মেলনে অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, প্রতীক বরাদ্ধের পর প্রতিপক্ষ প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের কর্মী সমর্থকরা মটর সাইকেলের বহর নিয়ে সদর আসনের প্রত্যেক এলাকায়
ভিতিকর পরিবেশের সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে জামালপুর শহরের হাটচন্দ্রা মিয়াবাড়ী বাজারে আওয়ামীলীগের প্রার্থীর উপস্থিতিতে আমার নির্বাচনী প্রচারক্যাম্প ভাংচুর করেছে।

এছাড়াও একই দিন রাতে শহরের রামনগর সাত রাস্তা মোড়ে স্বেচ্ছাসেক লীগের সভাপতি তানভীর আহম্মেদের নেতৃত্বে মোটরসাইকেলের বহর নিয়ে আওয়ামীলীগের কর্মিরা নির্বাচনী প্রচার ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর করে, রশিদপুর চৌরাস্তা মোড়ে আওয়ামীলীগ নেতা চাঁন মাষ্টারের নেতৃত্বে বিএনপি সমর্থকের ৪/৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর ও দিগপাইত ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ হোসেনের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে। এছাড়াও কৈডুলা শাহবাজপুর, পক্ষীমারী শিমুলতলা, চান্দের মোড় ও মেষ্টায় নির্বাচনী প্রচার ক্যাম্প ভাংচুরের ঘটনা ঘটেছে।

এসব ঘটনার আইনগত ব্যবস্থা নিয়ে নির্বাচনে সুষ্ঠ পরিবেশ তৈরী করতে রির্টানিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল হকখান দুলাল, বিশেষ সম্পাদক লোকমান আহমেদ লোটন,শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন বাবুল, স্বেচ্ছসেবক দলের সভাপতি সজিব খান প্রমুখ।

(আরআর/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test