E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে আ.লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের মারপিট ও পোষ্টার ছেড়ার অভিযোগ 

২০১৮ ডিসেম্বর ১৯ ১৬:১৪:১১
তাড়াশে আ.লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের মারপিট ও পোষ্টার ছেড়ার অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজ তার প্রতিদ্বন্দ্বী কর্তৃক কর্মী-সমর্থকদের মারপিট ও বিভিন্ন স্থানে নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার তাড়াশ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি দলীয় প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের কর্মী-সমর্থকরা রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে তার দলীয় কর্মী-সমর্থকদেরকে মারপিট ও ভয়ভীতি দেখাচ্ছেন।

তিনি আরো বলেন, গত কয়েক দিনে তাড়াশের তালম, বারুহাস, কাটাগাড়ী ও রায়গঞ্জের কয়েকটি ইউনিয়নে তার সাটানো পোষ্টারগুলো ছিড়ে ফেলেছে এবং তার কর্মী-সমর্থকদের মারপিট করে আসছে। তিনি এসবের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সংযম প্রদর্শনের জন্য আহবান করেন। অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও তাড়াশ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, প্রচার সম্পাদক আছাব আলী কিরণ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম বিএসসি, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, ছাত্রলীগের সভাপতি আনিছ প্রধান প্রমুখ।

(এমএসএম/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test