E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হচ্ছে লতিফ সিদ্দিকীকে 

২০১৮ ডিসেম্বর ১৯ ১৬:২৯:২৩
বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হচ্ছে লতিফ সিদ্দিকীকে 

টাঙ্গাইল প্রতিনিধি : অনশনের চতুর্থ দিনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর
শারীরিক অবস্থা অবনতি ও মৃত্যু শঙ্কা থাকায় তাকে প্রথমে বুধবার সকাল সোয়া ৯ টার দিকে মেডিকেল টিমের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোফাজ্জল হোসেনের তত্ত্বাবধায়নে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। ওই সময় তার চিকিৎসা সেবায় গঠিত মেডিকেল টিম তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। পরে তাকে এম্বুলেন্স যোগে ঢাকায় নেয়ার সময় পুলিশ বাধা প্রদান করে। তার স্বজনরা পুলিশি বাধা উপেক্ষা করে চিকিৎসার উদ্দেশ্যে তাকে ঢাকায় নিয়ে যায়।

গত রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ওপর দূর্বত্তরা হামলা ও চারটি গাড়ি ভাংচুর করলে তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান করে তিন দফা দাবীতে আমরন অনশন পালন শুরু করেন।

এদিকে এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেসহ ৪ জনকে আটক করেছে পুলিশ ।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test