E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় নৌকায় ভোট চেয়ে এবার প্রচারণায় নামলেন মুক্তিযোদ্ধারা

২০১৮ ডিসেম্বর ১৯ ১৬:৪৭:১০
নওগাঁয় নৌকায় ভোট চেয়ে এবার প্রচারণায় নামলেন মুক্তিযোদ্ধারা

নওগাঁ প্রতিনিধি : বুধবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁয় নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারনা ও গণসংযোগ করতে মাঠে নেমেছেন বীর মুক্তিযোদ্ধারা। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাবেক বদলগাছী উপজেলা শাখার আয়োজনে এবং সাবেক পুলিশ সুপার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের পত্নী সখিনা সিদ্দিকের সৌজনে এ প্রচারণা শুরু করা হয়।

বুধবার দুপুর ১২টায় নওগাঁ শহরের চকপ্রান মহল্লায় আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল জলিলের কবর জিয়ারত করে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জলিলপুত্র ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের পক্ষে শহরের বিভিন্ন স্থানে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন এই বীর মুক্তিযোদ্ধারা।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের পত্নী সখিনা সিদ্দিক, বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার জবির উদ্দিন, সাবেক সেনা সার্জেন্ট মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আব্দুর রহিম দেওয়ান, সামসুল আলম, আফাজ উদ্দিন, বেলালুর রহমান, মোতালেবুর রহমান, কাজী ইসারত আলী, নজরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সাইদুল ইসলাম, মজিবুর রহমান প্রমুখ।

এসময় মুক্তিযোদ্ধারা বলেন, মরহুম আব্দুল জলিল ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আমাদের সহযোদ্ধা। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরে ভারতের বালুরঘাট ক্যাম্পে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে আমরা যুদ্ধ করে নওগাঁকে শুক্রমুক্ত করে স্বাধীন করেছি। তার ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন জাতীয় সংসদ নির্বাচন করছে। তাকে বিজয়ী করতেই আমরা প্রচারণায় নেমেছি। এছাড়া অন্যান্য উপজেলায় আমরা নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাব বলে জানান তারা।

এদিকে বুধবার নওগাঁ-৫ সদর আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন শহরের বিভিন্ন ব্যাংক সমুহে নির্বাচনী প্রচারনা চালান। বিকেলে নওগাঁ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন, আমি চেষ্টা করছি, সকল ভোটার ভাইদের দরজা পর্যন্ত যাওয়ার জন্য। আওয়ামীলীগ সরকারের উন্নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরছি সর্বস্তরের মানুষের কাছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমার এই আসনটা যাতে উপহার দিতে পারি এই চেষ্টাই করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমার বাবা সারাজীবন এ দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি নওগাঁবাসীর জন্য অনেক উন্নয়ন করেছেন। আমি নির্বাচিত হতে পারলে বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারব ইনশাআল্লাহ। এ কারণে নওগাঁবাসীর ব্যাপক সাড়া পাচ্ছি। আমি তরুণ হওয়ায় তরুণদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করছি। আপনারা আমাকে দোয়া করবেন।

এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে আশরাফুল ইসলাম প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনী প্রচারনা চলছে বিভিন্ন গানের সুরে সুরে। বিকেল হলেই চার্জার, রিক্সায় মাইক বেঁধে চালানো হচ্ছে বিভিন্ন দলের প্রচারণা।

(বিএম/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test