E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটার সেই অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে ফের মামলা

২০১৮ ডিসেম্বর ১৯ ১৭:০৭:৫২
পাথরঘাটার সেই অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে ফের মামলা

অমল তালুকদার, বরগুনা : বরগুনার পাথরঘাটায় সেই অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারী জাহাঙ্গীরের বিরুদ্ধে ফের মামলা করতে হল দিনমজুর সোবাহানের। ৭ম শ্রেণির মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এখন ক্ষিপ্ত হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে জাহাঙ্গীর দফাদারের বিরুদ্ধে।

মেয়েটির মা বাদী হয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে গত ১৪ অক্টোবর ১টি মামলা করে। ওই মামলাটি দায়েরের পর ক্রমাগত বিভিন্নভাবে অসহয় এই দরিদ্র পরিবারটিকে অভিযুক্তরা হুমকি-ধমকি দিয়ে আসতে থাকে।

জীবনের নিরাপত্তার কথা ভেবে মেয়েটির বাবা গত সোমবার (১৭ ডিসেম্বর) ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭/১১৪/১১৭ ধারায় বরগুনা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। উজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা দাখিল মাদ্রাসার ওই ছাত্রীটির লেখাপড়া জীবনও এখন অনিশ্চয়তার মধ্যে পরতে যাচ্ছে বলে জানালেন তার মা বাবা।

প্রতিবেশী জাহাঙ্গীর দফাদারের বাবা সিরু বয়াতীও একজন গ্রাম পুলিশ ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা করে ন্যায্য বিচার পাবেন কি না তা নিয়েও অসহায় পরিবারটি রয়েছে দুশ্চিন্তায়। মেয়েটির বাবা অভিযোগ করেন ওরা প্রভাবশালী এবং নারীলোভী। এলাকায় এই একই ধরনের ঘটনা জাহাঙ্গীর আরও অসংখ্য ঘটিয়েছে। অনেকে মানসন্মানের ভয়ে মুখ খোলেনি। ওদের হাত থেকে বাঁচতে আমরা আইনের আশ্রয় নিয়েছি।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে দৈনিক আমাদের নতুন সময় , দৈনিক ঢাকার ডাক, দৈনিক পরিবর্তন, দৈনিক সৈকত সংবাদ, অনলাইন দৈনিক উত্তারাধিকার ৭১ নিউজ, দৈনিক ভোরের সময়, দৈনিক শিক্ষা২৪ডটকম সহ অনেকগুলো প্রিন্ট এবং অনলাইন মিডিয়া নিউজ প্রকাশ করেছে । গ্রামবাসী এই ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক বিচার দাবি করেছেন।

উল্লেখ্য, মেয়েটির মায়ের করা বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন দ্রুত বিচার ট্রাইবুনালের মামলার তদন্ত চলছে। বিচারক ওই মামলাটির তদন্তভার অর্পন করেছেন আমড়াতলা মাদ্রাসার সুপার ফারুক হোসেনের কাছে। স্থানীয়দের ধারনা তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং দরিদ্র পরিবারটি শেষ সম্বল মান-ঈজ্জৎ টুকুর শেষ রক্ষা হবে।

(এটি/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test