E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকায় ভোট দিয়ে জনগণ নীতি ভ্রষ্ট্রদের সমুচিত জবাব দিবে : নাসিম

২০১৮ ডিসেম্বর ১৯ ১৮:৫১:০২
নৌকায় ভোট দিয়ে জনগণ নীতি ভ্রষ্ট্রদের সমুচিত জবাব দিবে : নাসিম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দরের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,‘বঙ্গবন্ধুর আশির্বাদপুষ্টরা আজ নীতিভ্রষ্ট্র, নৌকায় ভোট দিয়ে জনগণ সমুচিত জবাব দিবে।

বঙ্গবন্ধুর আদর্শের এক সময়ের সৈনিক ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশ্যে নাসিম আরো বলেন, আদর্শিক নীতিহীন, নীতিভ্রষ্ট্র মানুষদের জনগণ কখনই সমর্থন করেন না।

বুধবার বিকেলে ঈশ্বরদীতে ১৪ দলীয় মহাজোটের কেন্দ্রীয় নেতাদের নিয়ে পাবনা-৪ আসনে নৌকার গণসংযোগ কালে এক পথসভায় নাসিম আরো বলেন, তিন টার্ম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হযে বিশ্বে অভূতপূর্ব সফলতা দেখিযেছেন। জঙ্গি দমন করেছেন। ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছেন। আর্থসামাজিক ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি দারিদ্র বিমোচন হয়েছে,। এতে সারা দুনিয়া আজ স্বীকার করে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

মুখপাত্র নাসিম বলেন, কয়েকটি সূচকে আজ আমরা ভারত থেকে আমরা এগিযে আছি। আর পাকিস্তানের চেয়ে আরো অনেক বেশী এগিয়ে গেছি। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হতাশা প্রকাশ করে বলেছেন, কেন আমরা বাংলদেশের চেযে পিছিয়ে গেলাম।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশে আজ উন্নয়নের ধারাবাহিকতা। আমি বিশ্বাস করি কৃতজ্ঞ বাংগালি জাতি উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে বিপুল ভোটে নৌকা মার্ককে বিজয়ী করবে। সারা দেশেই আজ নৌকার গনজোয়ার সৃষ্টি হযেছে।

ঈশ্বরদীর উন্নয়ন প্রসংগে নাসিম বলেন, ভূমিমন্ত্রীর উদ্যোগে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে এখানে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছেন। পাকিস্তান আমলের অর্ধশত বছর আগের প্রকল্প শামসুর রহমান শরীফ সাহেবের দাবীর কারণেই নির্মিত হচ্ছে। পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের মাধ্যমে শুধু ঈশ্বরদী নয় সারা দেশেই বিদ্যুতের আধুনিকায়ন হবে।

তিনি বলেন, ঈশ্বরদীতে ইপিজেড নির্মাণ হওযায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান হযেছে। উত্তরাঞ্চলে পাবনার পরেই ঈশ্বরদীতে গ্যাস সংযোগ হযেছে। এসব কিছুর পেছনে ভুমিমন্ত্রী শরীফ সাহেবের অবদান রয়েছে। ঈশ্বরদীতে অর্থনীতির ক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে, এর সম্পূর্ণ কৃতিত্ব ভুমিমন্ত্রী শরীফ সাহেবের। তাঁর আন্তরিকতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী ঈশ্বরদীকে শুধু আধুনিক শহরে পরিণত করেনি, উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত করেছেন। তাই মাননীয় প্রদানমন্ত্রী প্রবীণ এই রাজনীতিবিদের উপর আস্থা রেখেই মনোনযন দিযেছেন। এলাকার কৃতজ্ঞ মানুষ আবারো তাঁকে বিপুল ভোটে বিজযী করবে।

মহাজোটের নেতা সাম্যবাদী দলের সাদারণ সম্পাদক দিলিপ বড়ুয়া প্রধানমন্ত্রীর ইশতেহার প্রসংগে বলেন, আগামী ৫ বছরে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন। ডিজিটাল বাংলাদেশকে আরো বিকশিত করবেন। সার্বিকভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যই এই ইশতাহারে প্রতিফলন ঘটেছে।

জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আজাদ আহমেদ মুক্তা বলেন, নিবৃাচনী ইশতেহারে মুক্তিযুদ্ধের চেতনা তথা অসাম্প্রদায়িক বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করার দিকদর্শন প্রতিফলন ঘটেছে।

এসময় পাবনা-৪ আসনের নৌকার প্রার্থি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, গণতান্ত্রীক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. শাহাদত হোসেন, গণআজাদী লীগের কেন্দ্রীয় সভাপতি এস কে সিকদার, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালসহ স্থানীয় বিপুল সংখ্যক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test