E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জয়ের পথে এগিয়ে চলছে নৌকা, প্রকাশ্যে মাঠে নেই বিএনপি

২০১৮ ডিসেম্বর ১৯ ১৯:০২:০৪
জয়ের পথে এগিয়ে চলছে নৌকা, প্রকাশ্যে মাঠে নেই বিএনপি

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ১৫৯ নেত্রকোনা-৩ (আটপাড়া- কেন্দুয়া) নির্বাচনী এলাকায় জনপ্রিয়তায় অপ্রতিদ্বন্দ্বী নৌকার মাঝি বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পথসভা করে শেখ হাসিনার সালাম পৌঁছে দিচ্ছেন, তুলে ধরছেন সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা, চাইছেন নৌকা মার্কায় ভোট।

আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে সমৃদ্ধির পথে বাংলাদেশ, এই শ্লোগানকে হৃদয়ে ধারন করে অসীম কুমার উকিল ভোটারদের উদ্দেশ্যে বলছেন, আপনার একটি ভোট আমাকে বিজয়ী করবে, আপনার একটি
ভোট আমাকে চিরঋণী করবে, নৌকা মার্কায় আপনার একটি ভোট দেশরত্ন শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বসাবে, আপনার একটি ভোট কেন্দুয়া-আটপাড়া উপজেলাকে সমৃদ্ধির পথে
এগিয়ে নিয়ে যাবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ৮-১০ টি পথসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারন ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলছেন।

অসীম কুমার উকিল অঙ্গীকার করে বলছেন, ৩০ ডিসেম্বর পর্যন্ত আপনারা নৌকার ভোট পাহারা দিন আমি সারা জীবন সেবক হয়ে আপনাদের পাহারা দেব। অপরদিকে নৌকা মার্কায় ভোট দিতে তরুণ ভোটার সহ নবীন প্রবীন ও নারী পুরষ সকলকে উজ্জ্বীবিত করছেন বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল।

তিনি নির্বাচনী প্রচারনায় গিয়ে প্রতিদিনই দলীয় প্রধান শেখ হাসিনা ও তার স্বামী অসীম কুমার উকিলের পক্ষে ঘরে ঘরে সালাম পৌঁছে দিচ্ছেন। তিনিও শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের সঙ্গে কেন্দুয়া-আটপাড়াকে সম্পৃক্ত করার জন্য অসীম কুমার উকিলের নৌকা মার্কায় ভোট চাইছেন। স্বামী স্ত্রীর মন্ত্রমুগ্ধ প্রচারণায় দলের নেতাকর্মী সমর্থক ও সাধারন ভোটাররা খুবই খুশি। প্রতিটি পথসভায় তারাও অঙ্গীকার করছেন, নৌকা ভোট দেয়ার। তবে ভোটাররা ভোট দেয়ার অঙ্গীকারের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা উন্নয়নের জন্য দাবী তুলে ধরছেন।

পথসভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দাবীর প্রেক্ষিতে অসীম কুমার উকিল বলছেন, আপনাদের
ভোটে যদি এম.পি নির্বাচিত হতে পারি নিজেকে শতভাগ দুর্নীতিমুক্ত রেখে আগামীর পথ চলব। আমার কাছে যেতে হলে কোন মাধ্যমের প্রয়োজন হবেনা, পিএস, এপিএসের দরকার লাগবেনা। পৌরশহরের সাউদপাড়ায় বাড়ি আছে, নির্বাচনের পর যদি নির্বাচিত হতে পারি এখানেই বেশি সময় দেব। তবে ঢাকায়ও সময় দিতে হবে, ঢাকা সময় দিতে না পাড়লে এলাকার উন্নয়ন করা যাবে না। ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ির আশে পাশেই আমার একটি বাড়ি আছে সেখানেও আপনারা কথা বলতে পারবেন। আমি উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলা সমৃদ্ধির পথে বাংলাদেশের ট্রেনে কেন্দুয়া আটপাড়াকে তুলে নিতে চাই। এজন্য আপনারা নৌকা মার্কায় একটি ভোট দিন বাকি কাজটুকু আমি দেখব।

বুধবার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বিভিন্ন পথসভায় নৌকা মার্কায় ভোট চান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান খান পাঠান, ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজিম উদ্দিন ফকির সহ দলীয় অসংখ নেতাকর্মী।

অপরদিকে এই আসনে বি.এন.পি জোটের প্রার্থী রফিকুল ইসলাম হিলালী প্রকাশ্যে মাঠে প্রচারনায় নেই, গত ১২ ডিসেম্বর আটপাড়া উপজেলায় যুবলীগের মিছিলে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে কেন্দুয়ায় যুবলীগ ছাত্রলীগের প্রতিবাদ মিছিলে বিএনপির কার্যালয় থেকে ইটপাটকেল ছুড়া হয়, এর পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় যুবলীগ ছাত্রলীগের মিছিলে রফিকুল ইসলাম হিলালী তার বাসার ছাঁদের ওপর দাড়িয়ে একের পর এক গুলি ছুড়তে থাকেন।

এ ঘটনায় পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞা সহ ১০-১২ জন আহত হয়। হামলার ঘটনায় কামরুল হাসান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মুস্তাফিজউর রহমান বিপুল বাদী হয়ে বি.এন.পির প্রার্থী রফিকুল ইসলাম হিলালী ও তার ঘনিষ্ট বন্ধু পৌর বি.এন.পির সিনিয়র সহ সভাপতি সেকুল ইসলাম খান সহ ৩ শতাধিক বি.এন.পি জামায়াতের নেতাকর্মীদের আসামী করে কেন্দুয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে তারা নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত
হয়েই এ ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশি গ্রেফতার এড়াতে প্রকাশ্যে মাঠে না থাকলেও গোপনে গোপনে এখনও তারা নানা ভাবে ষড়যন্ত্র করছে।

এদিকে আওয়ামীলীগের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা একাট্রা। সব ভেদাভেদ ভুলেগিয়ে নৌকার বিজয়ে আজ সবাই ঐক্যবদ্ধ। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তারাও ভোটের মাঠে নৌকার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এজন্যই চারিদিকে নৌকার রব
উঠেছে, নৌকাই এগিয়ে যাচ্ছে জয়ের পথে।

(এসবি/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test