E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়া নির্বাচনী কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ

২০১৮ ডিসেম্বর ১৯ ২২:২৫:২৫
কেন্দুয়া নির্বাচনী কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শন্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠানের জন্য নির্বাচনী কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ বুধবার বিকালে শেষ হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জহিরুল হক জানান, কেন্দুয়া উপজেলার ৯১টি ভোট কেন্দ্রে ৯৬ জন প্রিজাইডিং অফিসার, ৪৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৪১ জন পোলিং অফিসার সহ ১ হাজার ৫০৭ জন কর্মকর্তা প্রশিক্ষণের আওতায় এসেছেন।

মঙ্গলবার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসার মো: আলিমুজ্জামান। এসময় নেত্রকোনা জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মুতাহ্সিম সহ কেন্দুয়া উপজেলার ৪ জন প্রশিক্ষণ প্রাপ্ত অফিসার নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করেন।

এদের মধ্যে উপজেলা কৃষি অফিসার চন্দন কুমার মহাপাত্র, সিনিয়র উপজেলা মৎস অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর হোসেন ও প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরেনারী সার্জন শহিনুল হক প্রশিক্ষণ প্রদান করেন।

বুধবার প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সহকারী রিটার্নিং অফিসার ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী।

তারা বলেন, নির্বাচনের দিন একটি মিনিট সময়ও নষ্ট করা যাবে না। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে হবে এ নিয়ে কেউ অবহেলা করবেন না। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে সে পরিবেশ সবসময় সুন্দর রাখবেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test