E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নির্বাচনে জিতলে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে এটা বিএনপি জানে না’

২০১৮ ডিসেম্বর ২০ ১৫:৫৭:২২
‘নির্বাচনে জিতলে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে এটা বিএনপি জানে না’

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী মাহি বি চৌধুরী বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, নির্বাচনে জিতলে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে এটা এখনোও বিএনপির নেতাকর্মীরা জানে না । দেশ চালানোর জন্য প্রধানমন্ত্রী জরুরী।

তিনি বলেন, বিএনপি এখন দেশের মানুষকে বিভ্রান্ত করছে তাই এবার বাংলাদেশের জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন করার সুযোগ দেবে।

বৃহস্পতিবার দুপুর সারে ১২টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার বালুর মাঠে নিজের নির্বাচনী এলাকা সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নে ওই পথসভায় তিনি এ কথা বলেন।

মাহি বি চৌধুরী আরোও বলেন, “মানুষ কাজে বিশ্বাস করে। “আমার প্রতিদন্দী শাহমোয়াজ্জেম সাহেব মিথ্যাচার করছেন। তাকে মেরে ফেলার জন্য বাড়িতে শাহমোয়াজ্জেমের লোকেরা হামলা করছে, গুলি করেছে। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্ববরের নির্বাচনে অবশ্যই তিনি বিজয়ী হবেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জ-১ আসন এলাকায় রশুনিয়া, সিরাজদিখান, সন্তোষপাড়া, মালখানগর, তালতলা বাজার এলাকায় পথসভায় বক্তব্য রাখেন মাহি বি চৌধুরী। আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রচারে কেউ বাধা দিলে তা প্রশাসনকে জানাতে নির্দেশ দেন নৌকার প্রার্থী মাহি।

প্রচারে তার সঙ্গে ছিলেন মহিউদ্দিন আহম্মেদ, এস এম সোহরাব হোসেন.আবুবক্কর ছিদ্দিক, গিয়াসউদ্দিন মিঞা, ইকবাল হোসেন, যাদব চন্দ্র ঘোষ মাস্টার, সারোয়ার আলম, শহিদ ঢালী, জাহিদ শিকদার,আরিফ রশিদ, আবু সাঈদ, তাইজুল ইসলাম পিন্টু, শামীম চৌধুরী চঞ্চল, রাসেল শেখ, সৈকত মাহমুদ, পাপ্পু চোকদার প্রমুখ ।

(এসআর/এসপি/ডিসেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test