E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনা-২ : আ.লীগে গণজোয়ার, বিএনপিতে হতাশা!

২০১৮ ডিসেম্বর ২০ ১৭:২৬:১৫
বরগুনা-২ : আ.লীগে গণজোয়ার, বিএনপিতে হতাশা!

অমল তালুকদার, বরগুনা : বরগুনা-২ সংসদিয় আসনের আ.লীগ নেতাকর্মীরা দলের প্রার্থীর পক্ষে বিরামহীন গতিতে কাজ করে যাচ্ছেন। অপরদিকে অনেকটা বিলম্বে হলেও গতকাল(২০/১২/১৮ ) থেকে ভোটের মাঠে কাজ করতে দেখা গেছে বিএনপির প্রার্থী খন্দকার মাহবুব হোসেনকে। এর আগে আ.লীগের শওকত হাচানুর রহমান রিমন আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম সরওয়ার হিরুকে ব্যতীত কেউকে ভোটের মাঠে দেখতে পাননি ভোটাররা।  

প্রচন্ড ঠান্ডার মধ্যেও কাকডাকা ভোর হতে শুরু করে সন্ধ্যে রাত পর্যন্ত চষে ফিরছেন দলেন নেতা/কর্মীরা ৩টি উপজেলার পাড়া-মহল্লার অলি-গলি। দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশেষ করে গানের সুরে দল ও প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনার বিষয়টি বেশ ভালো-ই লাগছে ভোটারদের কাছে। দুপুর ২টার জন্য কেউ কেউ আবার অপেক্ষায়ও থাকছেন গানের সুরে ভোট চাওয়া উপভোগ করার জন্য। ভোট মানেই তাদের কাছে এক উৎসব! বিএনপির প্রার্থীর পক্ষে তেমন কোনো বড় সভা-সমাবেশ এপর্যন্ত চোখে পরেনি। বিএনপি এখানে দ্বিধাবিভক্ত।

এখানে এরশাদের জাতীয় পার্টি থেকে মিজানুর রহমান ওরফে টাওয়ার মিজান লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিলেও মাঠে দেখা নেই তার। এই সংসদিয় আসনটিতে শেষপর্যন্ত জয়ের ধারাবাহিকতা আ,লীগ-ই ধরে রাখবে এমনটি প্রায় নিশ্চত করেই বলা যায়। আ,লীগ প্রার্থী শওকত হাচানুর রহমান রিমনের বিরোধী হাতে গোনা কয়েকজন নেতাও এখন কেন্দ্রর চাপেই হোক আর দলের প্রতি ভালবাসার টানেই হোক,কাজ করে যাচ্ছেন বিরামহীন গতিতে।

সকলের প্রশ্ন রিমনের সাথে প্রতিদন্দীতা হবে কার সাথে!বিএনপির প্রবীন রাজনীতিবিদ অভিজ্ঞ আইনজীবী খন্দকার সাহবুব হোসেনের সাথে? না-কি ইসলামী আন্দেলনের প্রার্থী গোলাম সরওয়ার হিরুর সাথে? এই প্রশ্নের জবাবের জন্য অপেক্ষার প্রহর গুনতে হবে ৩০ তারিখপর্যন্ত।

(এটি/এসপি/ডিসেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test