E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাপুরে ২ শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

২০১৮ ডিসেম্বর ২০ ১৮:৩৩:০৬
মির্জাপুরে ২ শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির দুই শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে উপজেলার মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের বিরুদ্ধে। ঘটনার পর ঐ অধ্যক্ষকে গ্রেফতার করে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে দুই শিক্ষার্থীকে কলেজের একটি কক্ষে আটকিয়ে অধ্যক্ষ তাদের শ্লীলতাহানী করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই দুই ছাত্রীর আর্তচিৎকার শুনে এক ছাত্রীর মা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন নিয়ে তাদের উদ্ধার করে।

এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওই ছাত্রীর বাড়ি মহিলা কলেজপাড়া বলে জানা গেছে।

বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে কয়েকজন শিশু মহিলা কলেজ মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। কলেজের অধ্যক্ষ মাঠে থাকা কয়েকজন মেয়ে শিশুকে কলেজ দেখানোর কথা বলে ডেকে ভবনের একটি রুমে নিয়ে যান। সেখানে তাদের বিস্কুট খাইয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ওই দুই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে সবাইকে বের করে দেন। পরে দরজা আটকিয়ে ওই দুই ছাত্রীকে জরিয়ে ধরে তাদের স্পর্শকাতর অঙ্গে হাত দিতে থাকেন। এসময় তারা চিৎকার করলে এক ছাত্রীর মা এগিয়ে গিয়ে কলেজের প্রধান ফটকে তালা আটকানো দেখতে পান। পরে কলেজের অফিস সহকারি ইরশাদ আলী গেটের তালা খুলে দেন।এরপর ওই ছাত্রীর মা কলেজের একটি কক্ষ থেকে লুঙ্গি পড়া খালি গায় কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকে বের হতে দেখেন।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, এর আগেও একটি মেয়েকে ডেকে নিয়ে ওই অধ্যক্ষ তার কক্ষে আটকিয়ে শ্লীলতাহানী ঘটনা ঘটিয়েছিল। তাছাড়াও ওই অধ্যক্ষ কলেজের ছাত্রীদের সাথে অহরহ এ ধরণের ঘটনা ঘটিয়ে থাকলেও লোক লজ্জার ভয়ে তারা অভিযোগ করেন না। তবে এসব কারণে অনেক অভিভাবক তাদের মেয়েদের কলেজ থেকে অন্যত্র নিয়ে গেছেন বলেও স্থানীয়রা অভিযোগে জানান।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. জাকির হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখা হবে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test