E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নৌকায় ভোট দিন শেখ হাসিনার নেতৃত্বে সব উন্নয়ন করব : অসীম উকিল

২০১৮ ডিসেম্বর ২১ ০০:১৩:৪৩
নৌকায় ভোট দিন শেখ হাসিনার নেতৃত্বে সব উন্নয়ন করব : অসীম উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে কান্দিউড়া ইউনিয়নের ৪টি ভোট কেন্দ্রে পথ সভা করেছেন।

রাতে তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত কেন্দ্র ভিত্তিক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অসীম কুমার উকিল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে সততা ও সাহসের সঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। তিলে তিলে লোভ লালসার উর্ধ্বে থেকে রাজনৈতিক সব অগ্নি পরিক্ষায় উত্তির্ণ হয়ে আপনাদের সেবক হিসেবে কাজ করতে এসেছি। আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের সব উন্নয়ন করতে পারব। বলতে পারেন, অতীতে নির্বাচনের আগে এভাবে সবাই কথা দিয়েছে, সকল প্রকার উন্নয়ন করবে। কিন্তু পরবর্তী সময় যেভাবে কথা দিয়েছিলেন সেভাবে আর কাউকেই পাননি। এ কথা সত্য এরকম কালচার দেশের রাজনীতিতে প্রচলিত আছে।

‘আমি অসীম উকিল সৎ রাজনীতিতে বিশ্বাসী, সৎ পথে চলি আপনাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে সৎভাবেই চলতে চাই। যদি প্রশ্ন করেন সাবেক এম.পি মঞ্জুর কাদের কোরাইশী ও বর্তমান এম.পি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুও নির্বাচনের আগে এভাবে কথা দিয়েছে। আমি তাঁদের অসম্মান করে বলছিনা, তাঁরা ৫ বছর দায়িত্বকালীন সময়ে যতটুকু পেরেছেন ততটুকু করেছেন, আর ৫ বছরেই সব কাজ করাও অনেক সময় সম্ভব হয়না। অসীম উকিল বলেন, আমি তাদের চেয়ে একটু আলাদা। কারণ আমি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে আছি। এই কেন্দ্রীয় কমিটির অনেকেই মন্ত্রী আছেন, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছেন।’

‘আপনাদের ভোটে এম.পি নির্বাচিত হয়ে যখন আমার প্রিয় নেত্রী প্রধানমন্ত্রীর নিকট একটি কাজ নিয়ে যাব, বা একজন মন্ত্রীর নিকট একটি কাজ নিয়ে যাব তখন তারা রাজনৈতিক প্রশ্নেই আমার এলাকার কাজটি করে দেবেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের সাথে দেখা করতে আমাকে পিএস. এপিএসের কাছে ধর্ণা দিতে হবে না। আমি সরাসরি তাদের সঙ্গে দেখা করার যোগ্যতা টুকু ৩০-৩৫ বছরে অর্জন করেছি। তাছাড়া যারা সচিবালয়ে সচিব, অতিরিক্ত সচিক, যুগ্ম সচিব, পুলিশের আইজিপি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের কেউ আমার রুম মেড, ক্লাস মেড অথবা কেউ আমার জুনিয়র কেউ আমার সিনিয়র।’

‘আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি সৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করি তখন এসব বন্ধুরা হলে থেকে বইয়ের পাতায় চোখ বুলায়। সুতরাং তাদের কাছে একটি এলাকার উন্নয়নের আবেদন নিয়ে গেলে সেই বিবেচনায় আমার কাজটি আগেই করে দেবেন। অসীম কুমার উকিল বলেন, আপনার একটি ভোট আমাকে চির ঋণী করবে। আপনার একটি ভোট আমাকে আগামী দিনে এলাকার উন্নয়ন কাজে অনেক সাহসী ও সহযোগিতা করবে। মনে রাখবেন, আপনারা নৌকা মার্কায় যত বেশি ভোট দেবেন, শেখ হাসিনা ততবেশী সম্মানিত হবেন, সে তুলনায় তত বেশি এলাকাকে সম্মান করে উন্নয়নও করবেন। তাই আপনারা এই পথসভায় যারা এসেছেন শুধু তাদের ভোট নৌকায় দিলেই চলবেনা, মা বোনদের কাছে বাড়ি বাড়ি যেতে হবে, শেখ হাসিনার সালাম পৌঁছে দিয়ে নৌকায় ভোট চাইতে হবে।’

তিনি বলেন, শেখ হাসিনার ইমেজ অনেক ভাল তাই ভোটারদের কাছে গেলে সবাই একটি করে ভোট দেবে। যাতে কেউ বলতে না পারে নৌকার ভোট চাইতে আমাদের কাছে কেউ আসেনি। অসীম কুমার উকিল তার দীর্ঘ মন্ত্রমুগ্ধ বক্তব্যে পথসভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা খুবই উজ্জ্বীবিত হয়ে বার বার শ্লোগান ধরেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জিতবে এবার নৌকা শেখ হাসিনার নৌকা ইত্যাদি। দলীয় নেতাকর্মীদের তিনি আরো বলেন, যারা ২০০১ সালে হুন্ডা গুন্ডা দিয়ে হামলা চালিয়ে ভোট নিয়েছে তাদের কাছ থেকে সতর্ক থাকুন, ৩০ ডিসেম্বর পর্যন্ত নৌকার ভোট পাহারা দিন আমি সারাজীবন আপনাদের সেবক হয়ে পাহারা দেব।

বি.এন.পি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রার্থীতো মাঠেই নেই, আওয়ামীলীগের মিছিলে গুলি চালিয়ে মামলার আসামী হয়ে এখন আর নির্বাচনী প্রচারনায় আসছেন না। ভোট না চাইলে মানুষ কেন ভোট দেবে। বসে বসে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্র হামলা ও হুন্ডা গুন্ডামীর দিন শেষ। এটা ২০০১ সাল নয় ২০১৮ সাল। যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন তাহলে গুন্ডা কিভাবে ঠান্ডা করতে হয় তা ভাল করেই জানা আছে। তিনি সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে ৩১ ডিসেম্বর বিজয় মিছিলে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এই বিজয় মিছিলে আমিও আপনাদের সাথে থাকব।

তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: কাঞ্চন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সদস্য কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী। আওয়ামীলীগ নেতা প্রভাষক আব্দুল মান্নান ভূঞার পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন জনতা ব্যাংকের ডি.জি.এম (অব) ফজলুল হক খন্দকার, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক তালুকদার কনক, আওয়ামীলীগ নেতা রহিছ উদ্দিন মাস্টার, যুবলীগ নেতা রুমান আহমেদ ও আমিনুর রহমান প্রমুখ।

এর পর রাত ১০টায় কেন্দুয়া পৌর শহরের দিগদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত এক নির্বাচনী পথসভায় অসীম কুমার উকিল তার বক্তব্যে বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিন আমি কেন্দুয়া পৌরসভাকে মান উন্নয়ন করে মডেল পৌরসভায় রূপান্তরিত করব। আমার প্রথম কাজই হবে কেন্দুয়া পৌরসভার উন্নয়ন। সেলিম খন্দকারের সভাপতিত্বে পৌর মেয়র সহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ ও যুবমহিলালীগের নেতৃবৃন্দ নৌকার ভোট দেয়ার অঙ্গিকার করেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test